National

সেনায় চাকরি চাই, ৫০ ঘণ্টায় ৩৫০ কিলোমিটার ছুট যুবকের

তিনি যে সেনায় চাকরি করতে কতটা উৎসাহী তা এক অনন্য উপায়ে জানান দিলেন এক যুবক। তাও আবার চাঁদিফাটা গরমে। ৩৫০ কিলোমিটার ছুটলেন তিনি।

Published by
News Desk

ভারতীয় সেনায় চাকরিতে নিয়োগ এখন বন্ধ। এজন্য দিল্লিতে কয়েকজন চাকরি প্রার্থী প্রতিবাদেও শামিল হয়েছেন। এরমধ্যেই এক যুবক একদম অন্য রূপে তুলে ধরলেন তাঁর ভারতীয় সেনায় চাকরি করার অদম্য ইচ্ছা।

ওই যুবক রাজস্থানের নাগৌর জেলার সিকরের বাসিন্দা। তিনি সিকর থেকে ছুটতে শুরু করেন। গন্তব্য ছিল দিল্লি। সিকর থেকে দিল্লি ৩৫০ কিলোমিটারের পথ।

এখন আগুন জ্বলছে রাজস্থান থেকে দিল্লি সর্বত্র। অনেক জায়গায় চলছে তাপপ্রবাহ। অধিকাংশ জায়গায় পারদ ৪০ ডিগ্রির ওপর থাকছে। এই প্রবল গরমের মধ্যেই ওই যুবক সিকর থেকে ছুটে পৌঁছলেন দিল্লি।

৩৫০ কিলোমিটার পথ অতিক্রম করতে ২৪ বছরের সুরেশ বিচারের সময় লেগেছে ৫০ ঘণ্টা। কেবল দৌড়ে দিল্লি পৌঁছনোর মধ্যে দিয়ে তিনি তাঁর সেনাবাহিনীতে যোগ দেওয়ার প্রবল ইচ্ছাকে তুলে ধরলেন সকলের সামনে।

সেইসঙ্গে হয়তো নিজের শারীরিক সক্ষমতাও তুলে ধরলেন। সেনাবাহিনীতে নিয়োগের সময় যে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। ৩৫০ কিলোমিটার দৌড়ে সে প্রমাণ দিয়েই দিলেন সুরেশ।

সুরেশ আক্ষেপের সুরেই জানিয়েছেন যে অনেক চাকরি প্রার্থী অপেক্ষায় রয়েছেন কবে তাঁদের সেনায় নিয়োগ করা হবে। এই অপেক্ষায় তাঁদের বয়স হয়ে যাচ্ছে।

সেনাবাহিনীতে যোগ দেওয়ার ক্ষেত্রে তারুণ্যও একটা বড় বিষয়। বয়স বেশি হলে সেনায় নিয়োগপত্র পাওয়া মুশকিল। সব মিলিয়ে সুরেশের এই দৌড়ের বিপ্লবে কতটা কাজ হয় সেদিকেই তাকিয়ে সকলে।

Share
Published by
News Desk