National

শিল্পীর কর্মশালায় হাজির পুলিশ, সব মূর্তি রেখে নিয়ে গেল কেবল ১টি মূর্তি

শিল্পীর কর্মশালা থেকে একটা মূর্তি নিয়ে গেল পুলিশ। এত মূর্তি থাকতে ওই একটি মূর্তির দিকেই কেন নজর গেল পুলিশের, সে প্রশ্নের উত্তর দিয়েছে পুলিশই।

Published by
News Desk

তিনি ভাস্কর। মূর্তি গড়ার মধ্যেই লুকিয়ে আছে তাঁর সব ভালবাসা। তাঁর নিজের কর্মশালায় মূর্তির ছড়াছড়ি। কোনওটা অর্ধেক তৈরি হয়েছে। কোনওটা পুরো। কোনওটা সবে তৈরি শুরু হয়েছে।

শিল্পীর আপনভোলা সেই জগতে আচমকা হাজির হল পুলিশ। পুলিশ আধিকারিকরা শিল্পীর কর্মশালা ঘুরে সব ছেড়ে একটি মাত্র মূর্তি নিয়ে যান নিজেদের সঙ্গে। সঙ্গে নিয়ে যান শিল্পীকেও।

অবশ্য শিল্পীর সঙ্গে কথাবার্তার পর তাঁকে ছেড়েও দেন পুলিশ আধিকারিকরা। যদিও এই ছাড় শর্তসাপেক্ষে। শর্ত হল যখনই সুরেশ নামে ওই শিল্পীকে তলব করা হবে, তখনই পুলিশের কাছে হাজির হতে হবে তাঁকে।

সূত্র মারফত একটি খবরের ভিত্তিতেই সুরেশের কর্মশালায় হানা দেয় তামিলনাড়ু পুলিশের আইডল উইং। তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলায় সুরেশের কর্মশালা।

পুলিশ যে মূর্তিটি উদ্ধার করেছে সেটি একটি ৫ ফুটের নটরাজ মূর্তি। যা এমন ধাতু দিয়ে তৈরি যা অনেক পুরনো। এখনকার এক শিল্পীর কর্মশালায় এমন পুরনো ধাতুর মূর্তি কীভাবে এল সেটাই খতিয়ে দেখছে পুলিশ।

দেখা হচ্ছে সুরেশ নামে ওই শিল্পী তা কোনও মন্দির থেকে চুরি করেছেন কিনা। অথবা তা অন্য কারও কাছ থেকে পাওয়ার পর বিদেশের বাজারে তা বিক্রি করতে চাইছেন কিনা।

তামিলনাড়ুতে অনেক পুরনো মন্দির রয়েছে। সেখান থেকে বিভিন্ন সময়ে মূর্তি চুরির ঘটনা সামনে এসেছে। এমনকি মন্দিরের পুরোহিতও মূর্তি চুরির ঘটনায় যুক্ত রয়েছেন এমন ঘটনাও সামনে এসেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk