National

পুলিশের জালে ৩ কুখ্যাত গ্যাংস্টার

২টি গ্যাংস্টার দলের ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। এরা লরেন্স বিষ্ণোই এবং কালা রানা নামে ২ কুখ্যাত গ্যাংস্টারের দলের সদস্য।

Published by
News Desk

পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের পরে গ্রেফতার হল ৩ গ্যাংস্টার। ৩ গ্যাংস্টারের নাম বিবেক পুরী, প্রশান্ত হিঞ্জরাও ও অশ্বিনী কুমার।

২২ বছরের বিবেক বিহারের গোপালগঞ্জ জেলার বাসিন্দা। ২৪ বছরের প্ৰশান্ত উত্তরপ্রদেশের হাপুর জেলার বাসিন্দা এবং হরিয়ানার কুরুক্ষেত্রের বাসিন্দা ২৫ বছরের অশ্বিনী।

বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির বুদ্ধ গার্ডেন এলাকায় পুলিশের সঙ্গে গ্যাংস্টারদের এনকাউন্টারের ঘটনাটি ঘটে। এই ৩ গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং কালা রানা সিন্ডিকেটের সদস্য।

সামান্য সময়ের জন্যই গুলির লড়াই চলে। তারপরই তাদের গ্রেফতার করে পুলিশ। এদিন সন্ধ্যায় বুদ্ধ গার্ডেন এলাকায় গ্যাংস্টারদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

গ্যাংস্টারদের সঙ্গে পুলিশের গুলির লড়াই এর আগেও দেখা গেছে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দিলে অনেক সময় গ্যাংস্টাররা পাল্টা পুলিশের দিকে গুলি ছুঁড়তে শুরু করে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk