ফাইল : পাচারকারীদের থেকে উদ্ধার হওয়া সোনার বিস্কুট, ছবি - আইএএনএস
বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৭০০ গ্রামের কাছাকাছি সোনা। ওই যাত্রী দুবাই থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে ভারতে আসে। তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৩টি সোনার বার। যার মূল্য আনুমানিক ৩৭ লক্ষ ৩০ হাজার টাকা।
ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের। যে যাত্রীর কাছে থেকে শুল্ক দফতরের আধিকারিকরা ৩টি সোনার বার বাজেয়াপ্ত করেছেন তার ব্যাগের মধ্যে জামাকাপড়ের মধ্যে লুকোনো ছিল সোনার বারগুলি। দুবাই থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে বিমানবন্দরের নামার পর ব্যাগ পরীক্ষার সময় কারসাজি ধরা পড়ে যায়।
হায়দরাবাদের এই বিমানবন্দরে চলতি সপ্তাহে এ নিয়ে শুল্ক দফতরের আধিকারিকরা তৃতীয়বার সোনা বাজেয়াপ্ত করলেন। এর আগেও দুবাই থেকে ভারতে আসা ২ যাত্রীর কাছ থেকে সোনা বাজেয়াপ্ত হয়েছে।
গত মঙ্গলবার শুল্ক দফতরের আধিকারিকরা ১২ লক্ষ ৩৩ হাজার টাকা মূল্যের ২৩১.৫ গ্রাম সোনা বাজেয়াপ্ত করেন। এছাড়া আরেক যাত্রীর কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ২৫৫.৬ গ্রাম সোনা। যার দাম ১৩ লক্ষ ৬৩ হাজার টাকা।
এরা কেউ গলার চেনে পুঁথির মালার মত করে সোনা লুকিয়ে আনছিল, কেউ ট্রলি ব্যাগের হ্যান্ডলের ভিতর সোনা লুকিয়েছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা