National

প্রেমিকের অভব্যতা রুখতে গিয়ে প্রাণ গেল প্রেমিকার

বাড়ির অমত ছিল এক কিশোরীর প্রেমের সম্পর্কে। সম্প্রতি নিখোঁজ ছিল ওই কিশোরী। এরপর তার মৃতদেহ উদ্ধারের পরে তার প্রেমিককে ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

Published by
News Desk

১৫ বছরের এক কিশোরীর খুনের ঘটনার কিনারা করল পুলিশ। দশম শ্রেণির ওই ছাত্রী গত রবিবার থেকে নিখোঁজ ছিল। পুলিশ ঘটনার তদন্তে নেমে মৃত কিশোরীর প্রেমিককে গ্রেফতার করেছে।

ঘটনার তদন্তে ৬টি দল গঠন করা হয়েছিল বলে পুলিশ সুপার জানিয়েছেন। ৪৮ ঘণ্টার মধ্যেই ঘটনার কিনারা করে পুলিশ।

ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার বিকারাবাদ জেলায়। সোমবার নিখোঁজ ওই কিশোরীর মৃতদেহ পাওয়া যায় গ্রামের উপকণ্ঠে। এরপর তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, মেয়েটির সঙ্গে এক যুবকের প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। যা ক্রমশ গভীর হয়ে ওঠে।

মেয়েটির পরিবার একথা জানতে পারার পরই মেয়েটিকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাপ দেয়। কিন্তু মেয়েটি লুকিয়ে ওই যুবকের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিল।

গত বুধবার একটি সুনসান জায়গায় ওই যুবক মেয়েটিকে ডেকে পাঠায়। সেখানে গেলে সে প্রেমিকার সঙ্গে শারীরিকভাবে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। যা মেয়েটির পছন্দ ছিলনা।

সে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে যুবক তাকে জোর করতে শুরু করে। সেই সময় যুবক মেয়েটিকে সজোরে ধাক্কা মেরে দেয়। মেয়েটির মাথা গিয়ে ঠুকে যায় একটি গাছে।

মাথায় গুরুতর আঘাত পায় ওই কিশোরী। ওই অবস্থাতেই মেয়েটির ওপর যৌন নির্যাতন চালায় যুবক। পরে তার মনে হয় মেয়েটি সব কিছু বলে দিতে পারে।

তাই পুরো বিষয়টি চাপা দিতে শ্বাসরোধ করে মেয়েটিকে হত্যা করে সে। তারপর সেখান থেকে চম্পট দেয়। পুলিশ মহেন্দর নামে ওই যুবককে গ্রেফতার করেছে। পুলিশের কাছে সব স্বীকার করেছে সে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk