National

সেলফির নেশায় নৌকায় হুল্লোড়, জলে ডুবে মৃত ৮

Published by
News Desk

নাগপুরের কাছে অমরাবতী রোডের ওপর বেনা জলাধার। এখানেই গত রবিবার সন্ধেবেলা হাজির হন স্থানীয় ওয়াদপেথ গ্রামের ৮ বাসিন্দা। সকলেরই বয়স ২৫ বছরের মধ্যে। বন্ধুর জন্মদিন তাঁরা গোদাবরী নদীর ওপর তৈরি এই জলাধারে পালন করতে চান। একথা ৩ মাঝিকে বলতে তাঁরা রাজি হয়ে যান। ১১ জন মিলে জলে ভেসে পড়েন। স্থানীয় বাসিন্দাদের দাবি, নৌকা জলে ভাসতেই শুরু হয়ে যায় হৈচৈ। সেলফি তোলা। সেলফির নেশায় নৌকার ওপর রীতিমত এদিক ওদিক শুরু করেন সকলে। ফলে নৌকা ক্রমশ দুলতে শুরু করে। একসময়ে সেলফির নেশায় সকলের হৈচৈ এমন পর্যায়ে পৌঁছয় যে ৩ মাঝি মিলেও নৌকার টাল রাখতে অক্ষম হন। মাঝ জলাধারে উল্টে যায় নৌকা। একজন মাঝি রোশন বাওনে সাঁতরে পারে উঠতে পারলেও অন্যরা ডুবে যান। রাতেই উদ্ধারকাজ শুরু হয়। এখনও পর্যন্ত ৮ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। দেহ খুঁজতে রাতেই ডুবুরি নামায় প্রশাসন।

 

Share
Published by
News Desk