National

২ কোটি টাকা প্রতারণা করে শহর ছেড়েও রেহাই মিলল না, সামনে অন্য সত্য

২ কোটি টাকা প্রতারণার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছেন অর্থনৈতিক অপরাধ দমন শাখার গোয়েন্দারা। প্রতারিত এক ব্যবসায়ী। ধৃতদের অন্য সত্যও প্রকাশ্যে।

Published by
News Desk

এক ব্যবসায়ীকে ২ কোটি টাকার বেশি প্রতারণার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে অর্থনৈতিক দুর্নীতি দমন শাখা। ধৃত ২ ব্যক্তির নাম রাকেশ কুমার গিরিজা শঙ্কর পাণ্ডে এবং সরমন সিং তোমার। প্রতারিত হয়েছেন ওড়িশার এক ব্যবসায়ী। তাঁকে ১০০ কোটি টাকা বিনিয়োগের আশ্বাস দিয়ে ওই টাকা প্রতারণা করা হয়।

মুম্বই থেকে অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। অশোক কুমার সিং নামে প্রতারিত ওই ব্যক্তি সম্প্রতি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন যে রাকেশ, সরমন সহ ৭ জন তাঁর কাছ থেকে ২ কোটির বেশি টাকা হাতিয়ে নিয়েছে।

ঘটনার তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন সরমন হাওয়ালার কারবার করে মুম্বইয়ে। উত্তরপ্রদেশের বাসিন্দা রাকেশও নানা অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত। সে অপরাধমূলক কাজকর্মের অন্তত ১৫টি ঘটনায় যুক্ত।

এর মধ্যে খুনের চেষ্টা, ডাকাতি থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপরাধ রয়েছে। মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজে জড়িত ছিল রাকেশ।

পুলিশ জানিয়েছে বেশ কিছু ক্রেডিট এবং ডেবিট কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া বাজেয়াপ্ত করা হয়েছে বিভিন্ন ব্যাঙ্কের চেক, মোবাইল এবং একটি পিস্তল ও কার্তুজ।

রাকেশের কাছে থাকা নগদ ৫০ হাজার টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে। এই প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত অন্য সদস্যদের খোঁজ করছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk