National

ব্যবসায়ীর কাছ থেকে ৫০ লক্ষ টাকা আদায়ের ছক বানচাল

জামিনে ছাড়া পাওয়া এক দুষ্কৃতি লক্ষ লক্ষ টাকা আদায়ের জন্যে এক ব্যবসায়ীকে ক্রমাগত হুমকি দিচ্ছিল। অস্ত্র সমেত ওই দুষ্কৃতিকে গ্রেফতার করল পুলিশ।

Published by
News Desk

এক ব্যবসায়ীকে খুনের হুমকি দিয়ে তাঁর কাছ থেকে ৫০ লক্ষ টাকা আদায়ের ছক কষলেও সেই ছক বানচাল হয়েছে। পুলিশ গ্রেফতার করেছে ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতিকে। নিজেকে এক কুখ্যাত দুষ্কৃতি বলে পরিচয় দিয়ে টাকা আদায়ের ছক কষেছিল ওই দুষ্কৃতি।

রোহিত কাপুর নামে এক ব্যবসায়ী সম্প্রতি পুলিশের দ্বারস্থ হন এক দুষ্কৃতির হুমকির হাত থেকে নিজেকে বাঁচাতে। ৫০ লক্ষ টাকা না দিলে ২ দিনের মধ্যে রোহিতকে খুন করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছিল। নিজের নাম নীরজ বাওয়ানা বলে রোহিতকে শিকার হিসেবে বেছে নিয়েছিল ওই দুষ্কৃতি।

অভিযোগ পেয়ে হুমকি দাতাকে গ্ৰেফতারের জন্যে তদন্তকারীদের ২টি দল গঠন করে পুলিশ। এরপর গুরুগ্রামের খদরপুর চক থেকে গ্রেফতার করা হয় ওই দুষ্কৃতিকে।

ওই দুষ্কৃতির আসল নাম দীপক ওরফে মিঠি। ফরিদাবাদের বাসিন্দা দীপকের কাছ থেকে ১টি বেআইনি অস্ত্র ও ২টি তাজা কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া যে মোবাইল থেকে হুমকি দেওয়া হচ্ছিল, সেটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

৪টি খুনের চেষ্টার ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত দীপক। এছাড়া কয়েকটি ছিনতাইয়ের ঘটনাতেও জড়িত সে। কিছুদিন আগে সে জামিনে ছাড়া পায়। ঘটনার তদন্ত করছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk