National

নিয়ন্ত্রণ হারাল এসইউভি, মৃত ২, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৬ জনকে ধাক্কা মারল প্রবল গতিতে ধাবমান একটি এসইউভি গাড়ি। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ জন। আহত ৪ জনের অবস্থাও আশঙ্কাজনক। ঘটনায় শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর।

Published by
News Desk

একটি এসইউভি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারায় এক সাইকেল আরোহী এবং এক ঘুমন্ত ব্যক্তির মৃত্যু হল। দুর্ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন। ঘাতক গাড়িটি ৬ জনকে ধাক্কা মারে।

দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সীতাপুর জেলায়। সোমবার লখনউ থেকে বিসওয়ানগামী ওই এসইউভিটি প্রথমে ধাক্কা মারে এক সাইকেল আরোহীকে। সর্বেশ কুমার নামে ওই সাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান।

এদিন সকালে রাস্তার ধারে ঘুমিয়েছিলেন এক বৃদ্ধ। গাড়িটি এরপর তাঁকে চাপা দেয়। ওই বৃদ্ধও প্রাণ হারান ঘটনাস্থলেই। এছাড়া ঘাতক গাড়িটির ধাক্কায় গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসপাতালে ভর্তি ৪ জন।

এসইউভির যাত্রীদের মধ্যেও ৩ জন আহত। আহত সকলে জেলা হাসপাতালে ভর্তি। দুর্ঘটনার পর ঘাতক এসইউভি গাড়িটি পথের ধারের খাদে গিয়ে পড়ে। ঘাতক এসইউভির চালক পলাতক।

দুর্ঘটনার খবরে শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দোষীদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk