National

বাইকেই প্রসববেদনা, রাস্তার ধারে খোলা আকাশের নিচে সন্তানপ্রসব

গ্রামের সাধারণ মহিলাদের সহযোগিতায় পথের ধারেই সন্তানপ্রসব করলেন এক তরুণী। পরে মা ও সন্তানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ২ জনেই ভালো আছে বলে জানিয়েছে হাসপাতাল।

Published by
News Desk

বাবার সঙ্গে বাইকে চড়ে জেলা হাসপাতালে দিকে যাওয়ার সময় ২২ বছরের এক তরুণী তীব্র প্রসববেদনা অনুভব করেন। এরপর রাস্তাতেই গ্রামবাসী স্থানীয় মহিলাদের সহযোগিতায় সুস্থ সন্তানপ্রসব করেন তিনি। গ্রামবাসী মহিলারা রাস্তার একপাশ শাড়ি দিয়ে ঢেকে দেন। সেখানে ওই তরুণী পুত্রসন্তান প্রসব করেছেন।

গ্রামবাসীরা অ্যাম্বুলেন্সে ফোন করলেও তা সময়ে পৌঁছতে পারেনি। গ্রামবাসীরাই জেলা হাসপাতালে খবর দেন। জেলা হাসপাতাল থেকে মুখ্য স্বাস্থ্য আধিকারিক নার্সদের নিয়ে পৌঁছন ওই গ্রামে।

তবে তাঁরা আসার আগেই ওই তরুণী গ্রামবাসী মহিলাদের সহায়তায় পুত্রসন্তান প্রসব করেন। নবজাতকের ওজন ২.২৭ কেজি। মা ও ছেলে ভালো আছে বলে জানিয়েছে হাসপাতাল।

হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন ওই তরুণীর সন্তানপ্রসবের সম্ভাব্য তারিখ ছিল গত ১৯ মার্চ। তবে তাঁর পরিবার চেয়েছিল বাড়িতেই প্রসব হোক ওই তরুণীর সন্তান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share