National

হোটেল লিজ নিয়ে দেহব্যবসা, গ্রেফতার কিংপিন সহ ৩

থানায় এসে এক ব্যক্তি পুলিশকে জানান যে কিছু হোটেলে রমরমিয়ে চলছে দেহব্যবসা। এরপর গোয়েন্দারা অভিযান চালিয়ে পেলেন সাফল্য।

Published by
News Desk

হোটেল লিজ নিয়ে সেখানে দেহব্যবসা চালানো হত। গোয়েন্দারা গোপন সূত্রে খবর পেয়ে ৩ জনকে গ্রেফতার করেছেন। জালে পড়েছে একজন মহিলা। পুলিশ জানিয়েছে, স্থানীয় থানায় এক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দারা অভিযানে নামেন।

ঘটনাটি দিল্লির। দিল্লি পুলিশের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর শাখার এক ইনফর্মার এরোসিটি এলাকায় গিয়ে দেহব্যবসায় যুক্ত এক ব্যক্তির সঙ্গে আলাপ জমান। এরপর এক পুলিশকর্মী খরিদ্দার সেজে স্থানীয় একটি হোটেলে যান। নবীন নামে ওই দেহব্যবসায়ী সেখানে হাজির হয় একটি মেয়েকে নিয়ে।

ছদ্মবেশী ওই পুলিশকর্মীকে হোটেলের একটি ঘরে নিয়ে গিয়ে মেয়েটির সঙ্গে আলাপ করিয়ে দেওয়া হয়। ছদ্মবেশে থাকা ওই পুলিশকর্মীর থেকে টাকাও আদায় করে নবীন।

এরপর ওই পুলিশকর্মীর ইশারায় পুলিশের একটি দল পৌঁছয় হোটেলের ঘরে। মেয়েটিকে গ্রেফতার করা হয়। নবীনকে গ্রেফতার করা হয় হোটেলের বাইরে থেকে।

নবীন ও মেয়েটিকে জেরা করে দেহব্যবসার কিংপিন রিয়াশ সিদ্দিকিকে গ্রেফতার করে পুলিশ। এরোসিটি এলাকার কয়েকটি হোটেলে দেহব্যবসার জাল বিছিয়েছিল ধৃতেরা। দিল্লি ও সংলগ্ন এলাকায় দেহব্যবসা চালাতে গুরুগ্রামের সেক্টর ৪৫-এ একটি হোটেলও লিজ নিয়েছিল অভিযুক্তরা বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সঙ্গে যুক্ত বাকিদের খোঁজে তদন্ত চলছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk