National

ওই ভ্যান থেকেই নেমেছিল সে, সেটিই কাড়ল দ্বিতীয় শ্রেণির ছাত্রের জীবন

সুরক্ষা ব্যবস্থা হিসেবে স্কুলভ্যান চালকের সঙ্গে সহযোগী থাকাটা বাধ্যতামূলক। দ্বিতীয় শ্রেণির এক ছাত্রের মৃত্যুর পরে ধরা পড়ল গাফিলতি।

Published by
News Desk

যে স্কুলভ্যানে চড়ে প্রতিদিন স্কুল থেকে ফিরত দীক্ষিত সেই স্কুলভ্যান চালকের অসাবধানতার ফলে দুর্ঘটনায় মৃত্যু হল তার। সে দ্বিতীয় শ্রেণির পড়ুয়া ছিল। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ে। চেন্নাইয়ের শ্রী ভেঙ্কটেশ্বর ম্যাট্রিকুলেশন স্কুলের ছাত্র ছিল দীক্ষিত।

স্কুলভ্যানের চালক গাড়িটি ঘোরানোর সময় ভ্যানের পিছনে দাঁড়িয়ে থাকা দীক্ষিত দুর্ঘটনার কবলে পড়ে। চালকের অসতর্কতায় ভ্যানের চাকার তলায় চাপা পড়ে সে।

তামিলনাড়ুর শিক্ষা দফতরের নিয়মানুসারে স্কুলভ্যানগুলিতে চালকের সঙ্গে সহযোগী থাকাটা বাধ্যতামূলক। এক্ষেত্রে ঘাতক ভ্যানের চালকের কোনও সহকারী ছিলেননা।

দুর্ঘটনার পরে স্কুল কর্তৃপক্ষ দীক্ষিতকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। দীক্ষিতের মৃত্যুর খবর পাওয়ার পরে তার পরিবারের সদস্যরা স্কুলের সামনে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, দুর্ঘটনার খবর দিতে দেরি করেছে স্কুল কর্তৃপক্ষ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk