National

হাইওয়ে ছেড়ে বিয়েবাড়ির দরজায় হুড়মুড়িয়ে এসে পড়ল ট্রাক

একটি ট্রাক হাইওয়ে ছেড়ে দূরের একটি বিয়েবাড়ির দরজার দিকে ছুটে যায়। ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। যা প্রাণ কেড়ে নেয় বিয়েতে আসা ৪ মহিলার।

Published by
News Desk

বিয়েবাড়িতে নানা অনুষ্ঠান আচার পালন করা হয়। যে আচার পালনে মহিলাদের একটা বড় ভূমিকা থাকে। তেমনই একটি বিয়ের আচার পালন চলছিল বিয়েবাড়িটির সামনে। ঠিক সেই সময় ঘটে দুর্ঘটনাটি।

দুর্ঘটনাটি ঘটেছে বিহারের সারন জেলার ডুমডুমা গ্রামে। গ্রামের একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। কয়েকজন বাড়িটির সামনে শুভ অনুষ্ঠান উপলক্ষে কিছু আচার পালনকরাকালীন সংলগ্ন হাইওয়ে থেকে একটি ট্রাক নিয়ন্ত্রণহীন হারিয়ে ছুটে আসে বাড়িটির দিকে।

আচার অনুষ্ঠান রত ৪ মহিলা ট্রাকের চাকার নিচে পিষ্ট হন। ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। চতুর্থ জনও গুরুতর আহত হন। আহত আরও অনেকের সঙ্গে তাঁকে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে তিনি সেখানে মারা যান। আঘাত গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি আরও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মর্মান্তিক এই ঘটনার পর বিয়ের অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। বিয়ে না করেই পাত্র এবং তাঁর সঙ্গে আসা বরযাত্রী বাড়ি ফিরে যান।

শুক্রবার রাতে ঘটা এই দুর্ঘটনার পর সারারাত রাজ্য সড়ক অবরোধ করা হয় ঘাতক ট্রাকের চালক এবং তার সহকারীকে গ্রেফতারের দাবিতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk