National

নবদম্পতিদের বিয়ের ‘সগুন’ হিসাবে কন্ডোম বিলোবে উত্তরপ্রদেশ সরকার

Published by
News Desk

একটা বাক্স। যারমধ্যে থাকবে কন্ডোমের প্যাকেট, গর্ভনিরোধক ট্যাবলেটের পাতা, আপৎকালীন গর্ভনিরোধক ট্যাবলেট, পরিবার পরিকল্পনা ও দুটি শিশুর মধ্যে বয়সের ন্যুনতম অন্তর বিষয়ক বই, তোয়ালে ও রুমালের সেট, নেল কাটার, চিরুনি ও আয়না। এই বাক্সই এবার ঘরে ঘরে গিয়ে নবদম্পতির হাতে তুলে দেবেন স্থানীয় আশা কর্মীরা। আগামী ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। সেদিন থেকেই এই নয়া প্রকল্প চালু করতে চলেছে উত্তরপ্রদেশ সরকার।

রাজ্যের সব নব দম্পতিকে খুঁজে খুঁজে তাঁদের মধ্যে এই বাক্স বিনামূল্যে বিলি করা হবে। ‘মিশন পরিবার বিকাশ’-এর আওতায় এই নয়া প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে সরকারের তরফে জানানো হয়েছে। রাজ্যের মানুষকে পরিবার পরিকল্পনা সম্বন্ধে সচেতন করে তোলাই এই প্রকল্পের উদ্দেশ্য।

Share
Published by
News Desk