National

বাড়িতে ফোন করার পরই দুর্ঘটনা, মৃত ৩ হবু ডাক্তার

নিমেষে ম্লান হয়ে গেল হোলির আনন্দ। বাড়ি ফেরা হল না ৩ ডাক্তারি ছাত্রের। রাতের রাজপথ কেড়ে নিল ৩টি তরতাজা প্রাণ।

Published by
News Desk

মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় মারা গেলেন ৩ ডাক্তারি পড়ুয়া। মৃত ছাত্রদের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। মৃতদের নাম আয়ান খান, আশরফ আনসারি ও অমন আনসারি।

গুরুতর আহত আর এক ছাত্র সৈয়দ ত্বহা রিজভি। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

রামপুরে আয়ানের বাড়িতে হোলি কাটাতে যান ৩ বন্ধু। লখনউ ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। গাড়ির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়।

আহত ত্বহা রিজভি এবং বাকি ৩ ছাত্র লখনউয়ের একটি বেসরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি ছাত্র। দুর্ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের মালিহাবাদের কাছে হরদোই রোডে। আয়ান এবং অমন রামপুরের বাসিন্দা। আশরফ কানপুরের বাসিন্দা এবং ত্বহা লখনউয়ের জানকীপুরমের বাসিন্দা।

রবিবার রাত ১১টা নাগাদ আয়ান বাড়িতে ফোন করার পরই দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। ট্রাক চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। চালক পলাতক। ঘাতক ট্রাকটি পুলিশ বাজেয়াপ্ত করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk