National

গুলি করে খুনের চেষ্টা, গ্রেফতার শেরাওয়াত

গুলি করে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার হল শেরাওয়াত। ঘটনায় তার বাবাও অভিযুক্ত। পুলিশের খাতায় তারও একজন দাগী অপরাধী হিসাবে নাম রয়েছে।

Published by
News Desk

কয়েকদিন আগে এক ব্যক্তিকে গুলি করে খুনের চেষ্টার পর এক তরুণ গা ঢাকা দিয়েছিল। পুলিশ তাকে গ্রেফতার করেছে। ধৃতের নাম নীতীন শেরাওয়াত। সে একজন উঠতি ভারোত্তোলক ও নয়াদিল্লির ছাওলার বাসিন্দা। গুলি চালনার ঘটনাটিও ঘটেছে রাজধানী দিল্লিতে।

নীতীন শেরাওয়াতের বাবা প্রদীপ একজন অপরাধী। কুখ্যাত অপরাধী বিকাশ লাগাপুরিয়ার গ্যাংয়ের সঙ্গে যুক্ত সে। সম্প্রতি ওই গুলি চালনার ঘটনায় অন্যতম অভিযুক্ত ধৃত নীতীনের বাবা প্রদীপও।

দিল্লি পুলিশের ডিসিপি শঙ্কর চৌধুরি জানিয়েছেন, গত ৯ মার্চ স্থানীয় থানায় পুলিশের কাছে একটি পিসিআর কল আসে। তাতে জানানো হয় দীপক শোকিন নামে এক ব্যক্তি গুলিতে জখম হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে।

ঘটনার কিনারা করতে বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়। এরপর বাবা ও ছেলেকে সনাক্ত করা হয়। তাদের খোঁজে রাজধানীর বেশ কয়েকটি জায়গায় হানা দেয় পুলিশ।

এরই মধ্যে গোপন সূত্রে পাওয়া খবরে পুলিশ জানতে পারে রাজধানীর শ্যামবিহার এলাকায় নীতীনকে দেখা গিয়েছে। এরপর ফাঁদ পেতে নীতীনকে পাকড়াও করা হয়।

জেরার সময় গুলি চালনার ঘটনার কথা নীতীন কবুল করেছে বলে জানিয়েছে পুলিশ। নীতীন এও জানিয়েছে যে এক ব্যক্তির সঙ্গে নীতীনের বাবা প্রদীপ বচসায় জড়িয়ে পড়ে। তখনই ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায় তারা।

ঘটনার সময় নীতীন ও তার বাবা প্রদীপ ছাড়াও ঘটনাস্থলে যোধা নামে প্রদীপের এক বন্ধুর উপস্থিতির কথা জানিয়েছে নীতীন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk