National

বিয়ার হেলথ ড্রিঙ্ক, প্রমাণ দিতেও তৈরি, দাবি অন্ধ্রের মন্ত্রীর

Published by
News Desk

বিয়ার একটি হেলথ ড্রিঙ্ক। স্বাস্থ্যকর পানীয়! কে বলেছে এটা হেলথ ড্রিঙ্ক নয়? চাইলে প্রমাণও করে দিতে পারেন তিনি। অন্ধ্রপ্রদেশের আবগারি মন্ত্রীর এমন দাবি ঘিরে সরগরম গোটা রাজ্য। শুধু রাজ্যই কেন? গোটা দেশেই মন্ত্রী কে এস জওহরের এই দাবি নিয়ে শোরগোল পড়ে গেছে। সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে গেছে জওহরের দাবি। অন্ধ্রের আবগারি মন্ত্রী যে চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে বিয়ারকে হেলথ ড্রিঙ্ক বলে দাবি করেছিলেন, সেই চ্যানেলকে নিজের দাবির স্বপক্ষে বিয়ার পানের উপকারিতা নিয়ে একের পর এক হোয়াটসঅ্যাপ করেছেন তিনি। মন্ত্রীর দাবি, বিয়ার পান ক্যানসারের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা তৈরি করে, হৃদরোগের সম্ভাবনা কমায়। তাছাড়া বিয়ার হজম ক্ষমতা বৃদ্ধি করে, বয়সের ছাপ সহজে পড়তে দেয়না, মধুমেহ রোগের সঙ্গে লড়ে এবং এমন ১৩টি উপকারিতা দাবি করে হোয়াটসঅ্যাপ ভরিয়ে দেন মন্ত্রী কে এস জওহর। যদিও মন্ত্রীর এই দাবিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ আবগারি দফতরের শীর্ষ আধিকারিকরা। তাঁদের পাল্টা যুক্তি, বিয়ার যদি হেলথ ড্রিঙ্কই হবে, তবে এটা বিক্রির জন্য বিশেষ অনুমতি লাগে কেন? সাধারণ দোকানেই তো সাধারণভাবে এটা বিক্রি করা যেত!

 

Share
Published by
News Desk