আগুন, প্রতীকী ছবি
মানুষের রাগ অথবা প্রতিশোধ নেওয়ার ইচ্ছা কখনও কখনও এমন আকার ধারণ করে যা ভয়াবহ হয়ে ওঠে। এমনকি নিজের পরিজনদের পর্যন্ত সে ক্ষমা করে না। প্রতিশোধ স্পৃহায় হুঁশ হারায় তারা।
সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে। ৭৯ বছরের এক বৃদ্ধ অগ্নিকাণ্ড ঘটিয়েছে তার নিজের বাড়িতেই। সেই আগুনে ঝলসে গেছেন তার ছেলে, পুত্রবধূ আর ২ নাতনি। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ছেলের সঙ্গে সম্পর্ক খারাপ ছিল ওই বৃদ্ধের। ঝগড়া হত প্রায়ই। এর জেরে বাড়ির যে ঘরে ছেলে পরিবার নিয়ে থাকতেন সেখানে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় ওই বৃদ্ধ।
আগুন লাগানোর আগে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়েছিল ওই বৃদ্ধ। দরজা বন্ধ থাকায় ঘরের বাইরে বেরোতে না পেরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ৪ জনের।
কেরালার ইডুক্কি জেলার ঘটনা এটি। অবলীলায় পরিবারের ৪ জন সদস্যকে পুড়িয়ে মারার ঘটনায় অভিযুক্ত বৃদ্ধের নাম হামিদ। মৃত ছেলের নাম ফয়জল।
পেট্রোল ঢেলে আগুন লাগানোর ঘটনাটি ঘটে মধ্যরাতে। পরিবারের ৪ জনকে অগ্নিদগ্ধ করার পর ৭৯ বছরের হামিদ পালানোর চেষ্টাও করে। কিন্তু শেষপর্যন্ত সুবিধা করতে পারেনি। গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যায় সে। গ্রামবাসীরা হামিদকে পুলিশের হাতে তুলে দেন। পুরো ঘটনা ঘিরে গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা