National

নেশাগ্রস্ত হাত স্টিয়ারিংয়ে, বলি ২

মদ্যপান করে গাড়ি চালানো বেআইনি। তবে অনেক চালকই পথ নিরাপত্তা সম্পর্কে উদাসীন। পথ নিরাপত্তার তোয়াক্কা না করার ফলও মিলল হাতেনাতে।

Published by
News Desk

মদ খেয়ে গাড়ি চালানো আইনত দণ্ডনীয়। একথা জানা সত্ত্বেও অনেকে আইন ভঙ্গ করেন। এর ফলে দুর্ঘটনা ঘটে এবং প্রাণহানিও হয়।

বছরের পর বছর ধরে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের ঘটনা সামনে এসেছে। কারণ চালকদের একাংশের ট্রাফিক আইন কিংবা পথ নিরাপত্তা সংক্রান্ত নিয়মগুলোর তোয়াক্কা না করা।

এবার ঘটনাস্থল হায়দরাবাদ। সেখানে এক পথ দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারায় ১ মহিলার মৃত্যু হয়। সেসময় তিনি ফুটপাথের ফুলগাছে জল দিচ্ছিলেন। মৃত মহিলার নাম মহেশ্বরাআম্মা। বয়স ৩৮ বছর।

পুলিশ সন্দেহ করছে নেশাগ্রস্ত অবস্থায় প্রবল গতিতে ফোর্ড ইকো গাড়িটি চালানো হচ্ছিল। এরফলেই ঘটে দুর্ঘটনা। দুর্ঘটনায় গাড়িতে থাকা এক মহিলারও মৃত্যু হয়েছে। মৃতার নাম গায়ত্রী।

গায়ত্রীকে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান। গায়ত্রীর সঙ্গে ফোর্ড গাড়িটিতে থাকা রোহিতও গুরুতর জখম হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk