National

চলন্ত বাসে তরুণী যাত্রীকে জোর করে চুম্বন, গ্রেফতার বিজেপি নেতা

Published by
News Desk

ঘটনাটি ঘটে গত ২৭ জুন। সে ছবি ক্যামেরাবন্দি হয় বাসে লাগানো সিসিটিভি ক্যামেরায়। সেই ছবিই ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কী ছবি? ছবিতে দেখা যাচ্ছে এক ব্যক্তি লাক্সারি বাসে বসা এক সহযাত্রী তরুণীকে জোর করে চুম্বন করছেন। ব্যক্তিটি আবার সাধারণ মানুষ নন। মহারাষ্ট্রের গড়চিরোলির বিজেপি নেতা রবীন্দ্র বওয়ানথাড়। পেশায় শিক্ষক বওয়ানথাড় গড়চিরোলির বিজেপি জেলা সম্পাদক। ওই তরুণী পুলিশের কাছে বওয়ানথাড়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন।

২০ বছরের ওই তরুণীর অভিযোগ, ওই বিজেপি নেতা তাঁকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কথা দিয়েছিল একটা চাকরিও পাইয়ে দেবে। নাগপুর থেকে গড়চিরোলি আসার পথে বাসে অন্যান্য যাত্রীদের সামনেই তাঁকে জোর করে রবীন্দ্র বওয়ানথাড় চুম্বন করে বলেও দাবি করেন ওই তরুণী। যে ছবি এখন ভাইরাল। এরপরই নাগভিড পুলিশ বওয়ানথাড়কে গ্রেফতার করে।

Share
Published by
News Desk