National

বঙ্গোপসাগরে অশনিসংকেত, ঘূর্ণিঝড়ের শক্তি ক্রমশ বেড়েই চলেছে

জলের ওপরই ক্রমশ অতিশক্তিশালী হয়ে উঠছে একটি ঘূর্ণিঝড়। যা আগামী ২১ মার্চ আছড়ে পড়তে পারে বলে মনে করছেন আবহবিদেরা।

Published by
News Desk

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় মে মাসে। মার্চ মাসে এমনটা বড় একটা দেখা যায়না। এবার কিন্তু তাই হয়েছে। আর ঘূর্ণিঝড় যে পদ্ধতি মেনে শক্তি বাড়ায় ঠিক সেভাবেই এই ঘূর্ণিঝড় শক্তি বাড়াচ্ছে।

অশনি নামে এই ঘূর্ণিঝড়টি এখন আন্দামানের কাছে জলের ওপরই শক্তি বাড়িয়ে চলেছে। প্রথমে নিম্নচাপ। তারপর গভীর নিম্নচাপের পর এখন সেটি অতিগভীর নিম্নচাপের চেহারা নিয়েছে। এবার সেটি ঘূর্ণিঝড় অশনি হয়ে ধাবমান হবে।

গত শুক্রবার হোলির দিন থেকেই আন্দামান ও নিকোবরে ভাল বৃষ্টি শুরু হয়ে গেছে। এদিকে অশনির জেরে অশনিসংকেত দেখছেন বাংলার মানুষও।

যদিও অশনির গতিবিধি দেখে আবহাওয়া দফতর জানিয়েছে তার প্রভাব এ রাজ্যের ওপর পড়বে না। ঘূর্ণিঝড়টি আন্দামানের দিক থেকে মুখ ঘুরিয়ে ক্রমশ বাংলাদেশের দিকে এগিয়ে আসবে। তারপর সেটি বাংলাদেশ হয়ে ক্রমশ মায়ানমারের দিকে চলে যাবে।

ফলে এ রাজ্যে তার প্রভাব পড়ার সম্ভাবনা নেই। পূর্বাভাস বলছে অশনি বাংলাদেশে এসে আছড়ে পড়তে পারে আগামী ২২ মার্চ। তার আগে আন্দামান ও নিকোবরেও এর প্রভাব পড়বে। তাই সেখানে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। ঝড়ের গতি আছড়ে পড়ার সময় ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা থাকতে পারে বলে মনে করছেন আবহবিদেরা।

এদিকে অশনি শক্তি বাড়ানোর প্রভাবে ভারতের কেরালায় গত শুক্রবার কিছুটা বৃষ্টি হয়েছে। বাকি ভারতে অশনির কোনও প্রভাব পড়েনি। বরং গরম বেড়েই চলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk