National

নাবালিকাকে যৌন নিগ্রহ, ১০২ বছরের বৃদ্ধের ১৫ বছরের কারাদণ্ড

১০ বছরের এক নাবালিকাকে যৌন নিগ্রহের অপরাধে ১৫ বছরের কারাদণ্ড হল ১০২ বছরের এক বৃদ্ধের। আদালত তাকে ৫ হাজার টাকা জরিমানাও করেছে।

Published by
News Desk

পরিচিত মানুষের হাতে এক নাবালিকার যৌন নিগ্রহের ঘটনা সামনে এল। এক্ষেত্রে ঘটনাটির বিশেষত্ব হল দোষী সাব্যস্ত ব্যক্তি যখন ওই নাবালিকার সঙ্গে ঘটনাটি ঘটান তখন তাঁর বয়স ছিল ৯৯ বছর। এরপর বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আদালত ঘটনার ৩ বছর পর বৃদ্ধকে দোষী সাব্যস্ত করে সাজা শোনাল।

বছর তিনেক আগে ঘটনাটি ঘটে তামিলনাড়ুতে। তামিলনাড়ুর তিরুভাল্লুর মহিলা আদালতে অভিযুক্ত দোষী সাব্যস্ত হয়েছেন। ১৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন ওই বৃদ্ধ। এছাড়া তাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১০২ বছরের ওই বৃদ্ধের নাম পরশুরমন। তিনি একটি সরকারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। এছাড়া তিনি ৩ কন্যা এবং ২ পুত্রের পিতা।

পরশুরমন কয়েকটা বাড়িও বানিয়েছিলেন। তার ভিতর একটি বাড়িতে ভাড়া থাকত এক দম্পতি এবং তাদের ১০ বছরের মেয়ে। বাড়ি ফাঁকা পেয়ে ৯৯ বছরের পরশুরমন ওই শিশুকন্যার ওপর যৌন নির্যাতন চালান। পরে ওই ঘটনা প্রকাশ্যে আসে।

পুলিশ জানিয়েছে, যৌন নির্যাতনের ঘটনাটি ঘটে ২০১৮ সালে। জেরায় ওই বৃদ্ধ নিজের অপরাধ কবুল করেছেন। ৩ বছরের বেশি সময় বিচার চলেছে।

অবশেষে তিরুভাল্লুর মহিলা আদালতে পরশুরমন নামে শতবর্ষ পার করা ওই বৃদ্ধ দোষী সাব্যস্ত হয়েছেন। এই বয়সের এক বৃদ্ধের এই দুষ্কর্মের কথা দেশজুড়ে বহু মানুষকে অবাক করে দিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk