মাস্ক, প্রতীকী ছবি
করোনা পরিস্থিতি নিয়ে এখন আর আশঙ্কার কোনও কারণ নেই বলে দাবি রাজ্যসরকারের। এর জেরে প্রায় সমস্ত করোনাবিধি তুলে নেওয়া হয়েছে দেশের একটি রাজ্য থেকে।
গত মাস থেকেই করোনাবিধি শিথিল করার প্রক্রিয়া শুরু হয়েছিল। রেস্তোরাঁ, পাব এবং মলগুলি দীর্ঘদিন বন্ধ থাকার পরে গত মাসে ফের খুলেছে। তবে সেই দফায় ওয়াটার পার্ক, সুইমিং পুলগুলি খোলার অনুমতি দেওয়া হয়নি।
উত্তরপ্রদেশ সরকার করোনা সংক্রান্ত বিধি শিথিল করে এবার ওয়াটার পার্ক, সুইমিং পুলগুলো খোলার সিদ্ধান্ত নিয়েছে। তবে রাজ্যসরকার নাগরিকদের উদ্দেশে জানিয়েছে, এখনও মাস্ক পরতে হবে। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব স্বরাষ্ট্র অবিনাশ অবস্থি বলেছেন, উত্তরপ্রদেশে করোনা সংক্রমণ কমছে। এর জেরে করোনাবিধিগুলি আরও শিথিল করা হচ্ছে।
করোনা পরিস্থিতিতে লাগাম দিতে এতদিন পর্যন্ত বন্ধ ছিল অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো। সেগুলো আবার খোলার অনুমতি দেওয়া হয়েছে। জনজীবন স্বাভাবিক করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
উত্তরপ্রদেশে গরম বাড়ছে। এই অবস্থায় সুইমিং পুল এবং ওয়াটার পার্ক খুলে দেওয়ায় অনেকেই স্বস্তি পেয়েছেন। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকার ক্ষমতায় ফেরার পর এবার সে রাজ্যে করোনা বিধিনিষেধ উঠে গেল। দেশের অন্য রাজ্যগুলি কি করে সেদিকে তাকিয়ে সেইসব রাজ্যের বাসিন্দারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা