National

ফের ক্ষমতায় একই সরকার, সব সার্টিফিকেট পুড়িয়ে দিলেন যুবক

কম্পিউটার সেন্টার চালিয়ে জীবিকা নির্বাহ করা এক যুবক এবার পুড়িয়ে দিলেন তাঁর সব সার্টিফিকেট। রাজ্যে পুরনো সরকার ক্ষমতায় ফিরতেই এই পদক্ষেপ করেন তিনি।

Published by
News Desk

চাকরি নেই। চাকরি পাওয়ার কোনও আশাও দেখতে পাচ্ছেন না। সেই হতাশায় নিজের শিক্ষাগত যোগ্যতার সব সার্টিফিকেট পুড়িয়ে দিলেন এক যুবক। অভিনব পদ্ধতিতে প্রতিবাদ জানানো ওই যুবকের নাম শীলরতন বোধ।

ঘটনাটি নিয়ে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন মহলে। শীলরতন একটি কম্পিউটার সেন্টার চালান। তিনি অবিবাহিত। ওই কম্পিউটার সেন্টারটির আয় থেকে টেনেটুনে সংসার চলে।

শীলরতনের ভাইও সরকারি চাকরি পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন। ভাইয়ের ভাগ্যেও সরকারি চাকরি শিকেয় ছিঁড়বে কিনা তা এখনই বলা যাচ্ছেনা।

ঘটনাটি উত্তরপ্রদেশের মৈনপুরী জেলার। শীলরতন এই জেলার কারহাল গ্রামের বাসিন্দা। তিনি দশম শ্রেণি এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার সার্টিফিকেটগুলি পুড়িয়ে ছাই করে দিয়েছেন।

কেন এমনটা করলেন? শীলরতনের কথায়, ফের উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের নেতৃত্বে সরকার গঠিত হচ্ছে। যোগী জমানায় সরকারি চাকরির কোনও আশাই তিনি দেখতে পাচ্ছেন না। এজন্যে সার্টিফিকেটগুলি পুড়িয়েছেন।

তবে সরকারি চাকরির আশা এখনও মনের গভীরে স্বপ্নের মতোই রয়েছে শীলরতনের জীবনে। তাঁর দাবি, সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের নেতৃত্বে উত্তরপ্রদেশে সরকার তৈরি হলে তিনি সরকারি চাকরি পেতে পারেন। এর আগে আর কোনও আশা নেই সরকারি চাকরি পাওয়ার।

২০১১ সালে পথদুর্ঘটনার শিকার হন শীলরতন। দুর্ঘটনায় তাঁর ২টি পা গুরুতর জখম হয়। সুস্থ হতে সময় লেগেছে টানা ৪ বছর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk