National

হোলির রঙেও এবার বুলডোজার, হাজির অন্য রূপে

হোলি দরজায় কড়া নাড়ছে। আর হোলি মানেই রংয়ের বাহার। নানা রঙে রং মেলানোর দিন। সেই রঙিন উৎসবেও এবার ছাপ ফেলল বুলডোজার।

Published by
News Desk

উত্তরপ্রদেশে ফের মুখ্যমন্ত্রী হিসাবে গদিতে বসতে চলেছেন যোগী আদিত্যনাথ। রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষিত হয়েছে হোলির কিছুদিন আগেই। এবার বিজেপি তথা যোগী আদিত্যনাথের জয় প্রতীকী হিসাবে হোলিতে তুলে ধরছে বুলডোজারের রং।

যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা রক্ষায় যে কঠোর ব্যবস্থা এতদিন গ্রহণ করেছেন তাকে বুলডোজারের সঙ্গে তুলনা করা হয়েছে। এবার হোলিতে সেই বুলডোজার রঙকে প্রতীকী হিসেবে তুলে ধরা হয়েছে।

এতদিন পর্যন্ত যোগী আদিত্যনাথের ভক্তরা বুলডোজারকে ট্যাটু হিসাবে ব্যবহার করতেন। এখন বুলডোজার রঙ আসন্ন হোলিকে কেন্দ্র করে বাজারে জনপ্রিয়।

কী সেই বুলডোজার রঙ? বুলডোজার রঙ বলতে বাজারে বিক্রি হচ্ছে ৩টি রঙ। এর ভিতর রয়েছে গেরুয়া, হলুদ এবং কালো। উত্তরপ্রদেশে হোলি উপলক্ষে এই ৩টি রঙয়ের বাজারে এখন ব্যাপক চাহিদা।

গত ২ বছর ভারতে করোনার প্রাদুর্ভাব থাকায় বিধিনিষেধের জেরে স্বতঃস্ফূর্তভাবে পালিত হয়নি হোলি। তবে চলতি বছরে করোনা সংক্রমণে রাশ খানিক টানা গিয়েছে। ফলে এবছর ঘটা করেই হোলি উদযাপন হতে চলেছে। বুলডোজার রঙ সেই মাতামাতিকে আগেভাগেই উসকে দিয়েছে। বাজারে দেদার বিকোচ্ছে বুলডোজার রঙ।

আবিরের এক ব্যবসায়ীর কথায়, এবছর রঙয়ের বিক্রিবাট্টা বিগত বছরগুলির তুলনায় ৪০ শতাংশ বেড়েছে। অন্যদিকে ওয়াকিবহাল মহল মনে করছে, উত্তরপ্রদেশে যোগীর জয়ের পরে নবনির্বাচিত বিধায়করা এবার হোলি উদযাপন করবেন সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটারদের সঙ্গে। তাতে ব্যাপক হারে ব্যবহৃত হবে বুলডোজার রঙ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk