হাসপাতাল, প্রতীকী ছবি
পার্কে একাধিক সংগঠন জমায়েতের ডাক দিয়েছিল। ফলে পুলিশ তৎপরতায় খামতি রাখেনি। মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিশকর্মী। যাতে কোনও বিশৃঙ্খলা না ছড়ায়।
কিন্তু সেই পার্কে কিছুক্ষণের মধ্যেই যারা বিশৃঙ্খলা ছড়াল তাদের গ্রেফতার করা পুলিশের কম্ম নয়। পুলিশের এক্তিয়ারেও হয়তো পড়ে না।
তখন জমায়েত শুরু হতে চলেছে। সংগঠনগুলির সদস্যরা সেখানে ভিড় জমিয়েছিলেন। এমন সময় পুলিশকর্মীদের দিকে ধেয়ে আসে ঝাঁকে ঝাঁকে মৌমাছি।
পুলিশকর্মীরা দিশেহারা হয়ে পড়েন। অনেকেই মৌমাছির হুলে কাবু হয়ে মেঝেতে পড়ে ছটফট করতে থাকেন। কেউ ছুটতে থাকেন।
শুধু পুলিশকর্মীরা বলেই নন, জমায়েতে হাজির সংগঠনের সদস্যের ওপরও হামলা করে মৌমাছিরা। মৌমাছিদের আক্রমণে চত্বর জুড়ে এক আতঙ্কের পরিবেশ তৈরি হয়। মৌমাছিদের এড়িয়ে পালানোও ছিল অসম্ভব।
পরে মৌমাছিরা আক্রমণ চালিয়ে বিদায় নিলে দেখা যায় ১০ জন পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা বেশ খারাপ। তাঁদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
তাঁদের পরিস্থিতি দেখে চিকিৎসকেরা তাঁদের আইসিইউতে রেখে পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেন। বাকি ৮ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
পার্কে উপস্থিত অন্যদের বেশ কয়েকজনও হুলে বিদ্ধ হয়েছেন। তবে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়ার পরিস্থিতি হয়নি। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু ফ্রিডম পার্কে। কেউ মৌমাছির চাকে কোনও কিছু করেছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…