National

গোপনাঙ্গে ট্যাটু আঁকার সময় ঘটে ঘটনাটা, ট্যাটু শিল্পীর বিরুদ্ধে মুখ খুললেন অষ্টাদশী

এক সফল ট্যাটু শিল্পীর বিরুদ্ধে খোলাখুলি মুখ খুললেন এক ১৮ বছরের তরুণী। তাঁর দাবি, তাঁর গোপনাঙ্গে ট্যাটু করার সময় অভব্যতা করেছে ওই শিল্পী।

Published by
News Desk

তরুণ প্রজন্মের মধ্যে এখন ট্যাটু করানোর প্রবণতা ক্রমশ বাড়ছে। এমনকি সেলেব্রিটিদের মধ্যেও অনেকে গা ভর্তি ট্যাটু করান। তরুণী থেকে যুবতী, অনেকেই এখন ট্যাটু করান দেহের বিভিন্ন অংশে। অনেকে তাঁদের গোপনাঙ্গেও ট্যাটু করাতে পছন্দ করেন।

গোপানাঙ্গের গা ঘেঁষে ট্যাটু করাতে অনেকেই শিল্পীদের কাছে হাজির হন। এক ১৮ বছরের তরুণীর অভিযোগ তিনি এক ট্যাটু শিল্পীর কাছে গিয়েছিলেন। সেখানে তিনি তাঁর গোপনাঙ্গে ট্যাটু করে দিতে বলেন।

ওই শিল্পী ট্যাটু করতে শুরু করার পর তাঁর সঙ্গে অভব্য আচরণ করে। বিষয়টি পরে সবিস্তারে ওই তরুণী তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এই বিষয়টি সামনে আসতে হৈচৈ পড়ে যায়।

এদিকে ওই তরুণী সাহস করে একথা প্রকাশ্যে আনার পর আরও ৫ জন মহিলা ওই ট্যাটু শিল্পীর বিরুদ্ধে মুখ খুলেছেন। তাঁরাও জানিয়েছেন গোপনাঙ্গে ট্যাটু করার সময় তাঁদের সঙ্গেও অভব্য আচরণ করেছে ওই বছর ৩৫-এর ট্যাটু শিল্পী।

ঘটনা জানার পর পুলিশ ওই ট্যাটু শিল্পীর খোঁজ শুরু করে। খবর পেয়ে পালায় ওই ট্যাটু শিল্পী। যদিও পুলিশের নাগাল থেকে বেশিদিন পালিয়ে বেড়াতে পারেনি। তাকে গ্রেফতার করে পুলিশ।

ঘটনাটি ঘটেছে কোচির একটি ট্যাটু পার্লারে। এই পার্লারটি ট্যাটু শিল্পী সুরেশ পিএস-এর। গত ১০ বছর ধরে পার্লারটি চালাচ্ছে সে। সুদক্ষ শিল্পী হিসাবে তাকে সকলে চেনেন। মহিলাদের সঙ্গে তাঁর এই কাণ্ডে হতবাক অনেকেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk