National

ভারতীয় ক্রিকেট দলে এসসি, এসটি কোটা!

Published by
News Desk

দেশের চাকরি, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি সহ অন্যান্য সুবিধার মত ভারতীয় ক্রিকেট দলেও এসসি, এসটি কোটা রাখার পক্ষে সওয়াল করলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার বিষয়ক প্রতিমন্ত্রী রামদাস আঠাওলে। এদিন নাগপুরে একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী বিসিসিআইকে পরামর্শ দিয়ে বলেন, ক্রিকেটেও এসসি, এসটি সংরক্ষণ রাখা দরকার। যাতে আন্তর্জাতিক স্তরে এসসি, এসটি-রা খেলার সুযোগ পান।

পাকিস্তানের কাছে বিশাল ব্যবধানে হার নিয়েও এদিন বিস্ময় প্রকাশ করে রামদাস বলেন, প্রতিযোগিতায় ভারতের শুরুতে দুরন্ত জয়ের পর সেই দলের কাছেই এভাবে হার দেশের অনেককেই অবাক করেছে। অনেকের ধারণা এক্ষেত্রে ম্যাচ গড়াপেটা হয়ে থাকতে পারে। তাই বিসিসিআই-য়ের এ বিষয়ে তদন্ত করে মানুষের মনের এই সংশয়ের অবসান করা উচিত।

Share
Published by
News Desk