National

কোথাও প্রার্থীর সঙ্গী ৩ চতুষ্পদ, কোথাও প্রার্থী ঘুরলেন টাটকা মাছ নিয়ে

ভোটের প্রচারে অভিনব সব ভাবনা সামনে আসে। এমনই এক ভাবনা দেশজুড়ে রীতিমত আলোড়ন ফেলেছে। প্রচারে এক প্রার্থীর সঙ্গী ৩ চতুষ্পদ।

প্রার্থীরা ভোটের আগে তাঁর এলাকার ঘরে ঘরে ঘুরবেন। প্রচার করবেন। ভোট চাইবেন। এ দৃশ্য চিরন্তন। এটাও দেখা যায় যে প্রার্থীর সঙ্গে তাঁর দলের কর্মী সমর্থকেরা ঘোরেন পাড়ায় পাড়ায়। কিন্তু প্রচারে অভিনবত্বও তো থাকে। যেমন এক প্রার্থীর ক্ষেত্রে হয়েছে।

তিনি বাড়ি বাড়ি ঘুরেছেন বটে, তবে কর্মী সমর্থকদের নিয়ে নয়। তাঁর সঙ্গে বাড়ি বাড়ি ঘুরে প্রচারে একমাত্র সঙ্গী ছিল ৩টি কুকুর। তাদের আবার মুখে পরানো ছিল মাস্ক। যা থেকে সমাজে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন প্রার্থী।

তিনি পেশায় একজন নার্স। ফলে মাস্কের প্রয়োজনীয়তার পাশাপাশি সঙ্গে কর্মী সমর্থক থাকা মানেই সামাজিক দূরত্বের রফাদফা। এই বার্তা পৌঁছে দিয়েছেন সকালের কাছে।

একা প্রার্থী তাঁদের দরজার ৩টি কুকুরকে সঙ্গে করে হাজির হয়ে ভোট চাইছেন এটা সকলকে চমকিত করেছিল। ওড়িশায় গঞ্জাম জেলার পঞ্চায়েত নির্বাচনে এই দৃশ্য নজর কাড়ে।

একইভাবে ওড়িশার নবরংপুরের এক প্রার্থী প্রতিদিন সকালে বাজার থেকে একটি করে তাজা মাছ কিনতেন। তারপর সেই মাছটি হাতে নিয়ে প্রচারে বেরিয়ে পড়তেন। কারণ তাঁর নির্বাচনী প্রতীক ছিল মাছ। হাতে তাজা মাছ নিয়ে বার হওয়ায় তাঁর কথা মানুষের মুখেমুখে ঘুরছিল।

আর এক প্রার্থী একইভাবে সঙ্গে একটি এলইডি টিভি নিয়ে ঘুরে প্রচার করেন। তাঁর প্রতীক ছিল টিভি। লিফলেটে প্রতীকের ছবি মানুষের মনে থাকেনা, কিন্তু সঙ্গে টিভি নিয়ে ঘুরলে তাঁর কথা মনে থাকবে। এটাই ছিল প্রার্থীর বিশ্বাস।

এক চিকিৎসক প্রার্থী আবার গলায় স্টেথোস্কোপ নিয়ে প্রচার করেছেন। যেখানেই কেউ বলেছেন তাঁর শরীর খারাপ, প্রার্থী তাঁকে বিনামূল্যে পরীক্ষা করে ওষুধও দিয়ে দিয়েছেন। সেজন্য সঙ্গে রেখেছিলেন বেশ কিছু ওষুধ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

মিথুন রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

কর্কট রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

সিংহ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

কন্যা রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

তুলা রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

তুলা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025