National

মহিলা ওঝার সব লুঠে নিয়ে গেল ২ শিষ্য

মহিলা ওঝা হিসাবে তাঁকে সকলেই মান্য করতেন। তাঁর ক্ষমতার কথা অনেকে মেনেও নিতেন। মহিলা ওঝা হিসাবে তাঁর যথেষ্ট সুনাম ছিল। তাঁরই সব লুঠে নিয়ে গেল ২ শিষ্য।

Published by
News Desk

তখন যথেষ্ট রাত। বাড়িতে একাই ছিলেন ওই মহিলা। কারও শরীর খারাপ হলেও তাঁর ডাক পড়ে। আবার অন্য কোনও সমস্যাতেও তিনিই ভরসা।

মহিলা ওঝা হিসাবে বেশ খ্যাতি রয়েছে তাঁর। ফলে তাঁর অনেক শিষ্যও তৈরি হয়েছে। এমনই ২ জন তাঁর বাড়িতে হাজির হয়। দরজা খুলতে তারা নিজেদের তাঁর শিষ্য বলে পরিচয় দেয়।

এমন তো কতই শিষ্য রয়েছে। সকলের মুখও মনে নেই। তাই বাড়িতে ঢোকানোয় কোনও সংকোচ বোধ করেননি মহিলা ওঝা হিসাবে পরিচিত রসিয়া বানো। জম্মু কাশ্মীরের কাজিগুন্দ এলাকার বদরাগুন্দ গ্রামে তাঁর বাড়ি। সেখানেই ঢোকে ২ যুবক।

পুলিশ জানাচ্ছে, আসলে শিষ্য বলে ঢুকলেও তাদের উদ্দেশ্য ছিল একদম অন্য। তারা রসিয়া বানোর বাড়িতে প্রবেশ করেছিল ডাকাতি করতে। সেই লক্ষ্যে তারা সফলও হয়।

রসিয়া বানোর বাড়িতে প্রবেশ করার পর পকেট থেকে একটা স্প্রে বার করে আচমকা রসিয়া বানোর মুখের ওপর স্প্রে করে দেয় তারা। যা মুখের ওপর পড়ার পর অজ্ঞান হয়ে যান ওই মহিলা।

তারপর যথা সর্বস্ব লুঠ করে নিয়ে যায় ২ যুবক। বিশেষত তারা নিয়ে গেছে প্রচুর গয়না ও নগদ টাকা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

রসিয়া বানোর বাড়িও খুঁটিয়ে পরীক্ষা করেছেন তদন্তকারী আধিকারিকরা। চোরেরা শিষ্য সেজে ঢুকেছিল, নাকি সত্যিই তারা রসিয়া বানোর শিষ্য এবং গুরুর সব লুঠে নিয়ে গেল তার খোঁজ শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk