National

পা হড়কে নন্দি পাহাড়ের খাদে পড়ে গেল কিশোর, সেলফি পাঠিয়ে উদ্ধারের আর্তি

পাহাড়ে চড়তে গিয়ে দুর্ঘটনা ঘটে থাকে। ১৮ বছরের এক কিশোর পাহাড়ে চড়তে গিয়ে পা হড়কে পড়ে ৩০০ ফুট গভীর খাদে। কোনওক্রমে সেখান থেকে পাঠায় সেলফি।

১৮ বছর বয়স কোনও বাধা মানে না। দুঃসাহস তাদের জীবনের সঙ্গে মিশে যায়। পড়াশোনার পাশাপাশি ১৮ বছরের নিশঙ্ক কলের পাহাড়ে চড়ার নেশা তাকে বারবার টেনে নিয়ে যেত দুর্গম দুঃসাহসিক অভিযানে।

এভাবেই সে নন্দি পাহাড় চত্বরের ব্রহ্মগিরি পাহাড়ের গা বেয়ে চড়তে শুরু করেছিল। অনেক দূর উঠেও গিয়েছিল। কিন্তু তখনই আচমকা পাহাড়ে গায়ের পাথরে তার পা হড়কে যায়। আর নিজেকে সামলানোর সুযোগ পায়নি সে। সোজা গিয়ে পড়ে নন্দি পাহাড়ের খাদে।

৩০০ ফুট নিচে গিয়ে পড়ে নিশঙ্ক। আহত নিশঙ্ক বুঝতে পারে তার এখান থেকে বার হওয়ার পথ নেই। অতি দুর্গম খাদে সে এমন জায়গায় পড়ে আছে যেখান থেকে তাকে উদ্ধার করাই কষ্টসাধ্য। চৌহদ্দির মধ্যে কোনও জনমানব নেই।

এই অবস্থায় বাঁচানোর আর্তি জানিয়ে সে ছবি পাঠায়। তার পকেটে থাকা মোবাইল ক্যামেরায় সেলফি তুলে নিজের অবস্থা ও অবস্থান জানিয়ে তার সেলফি পরিবারের লোকজন পাওয়ার পরই তাঁরা উদ্যোগী হন। নিশঙ্কের বোন সরাসরি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ভাইকে বাঁচানোর আবেদন জানান।

দ্রুত খবর যায় বেঙ্গালুরুর সেনা ছাউনিতে। বেঙ্গালুরুর কাছেই নন্দি পাহাড়। তাই বায়ুসেনার সেখানে পৌঁছতে সময় লাগেনি। কিন্তু পৌঁছলেও নিশঙ্ককে ওই দুর্গম খাদ থেকে তুলে আনার পথ পাওয়া যাচ্ছিল না।

অনেক চেষ্টার পর এক দুঃসাহসিক অভিযান চালিয়ে অবশেষে ১৮ বছরের নিশঙ্ককে উদ্ধার করেন ভারতীয় বায়ুসেনার জওয়ানরা। বায়ুসেনার এমআই-১৭ হেলিকপ্টারে গহন অরণ্যে নজরদারি চালিয়ে চলার ক্ষমতা হারানো নিশঙ্কের দেখা পায় বায়ুসেনা। তারপরই তাকে উদ্ধার করা হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

তুষার যুগের পর আচমকা জেগে উঠল সে, মাঝে পার হল ১২ হাজার বছর

সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…

November 26, 2025

৯৫ বছর বয়সে এখনও বাস চালান, বিস্ময় বৃদ্ধের নামে দিবস ঘোষণা করল শহর প্রশাসন

যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…

November 25, 2025

টানা ১০৬ কিলোমিটার হেঁটে রোবট জানাল ১ জোড়া নতুন জুতো দরকার

মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…

November 25, 2025

৭০ বছর পর বাংলায় দেখা মিলল অতি বিরল প্রজাতির হরিণের, যার নাভিতে থাকে ভুবনভোলা গন্ধ

অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…

November 25, 2025

ঘুমন্ত রাজ্য বলে পরিচিত দেশের এই রাজ্য, পিছনে রয়েছে বিশেষ কারণ

এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…

November 25, 2025

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৬ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 25, 2025