National

নিমন্ত্রণ ছাড়াই বিয়ের অনুষ্ঠানে ২ সন্তানকে নিয়ে হাজির মা ভাল্লুক

বিয়ের রিসেপশন অনুষ্ঠান মানেই এক ঝলমলে সন্ধে। সেখানেই ৩ অনাহুত অতিথির আগমন। নিমন্ত্রণ ছাড়াই ২ সন্তানকে নিয়ে সেখানে হাজির মা ভাল্লুক।

Published by
News Desk

খোলা আকাশের নিচেই ব্যবস্থা হয়েছিল বিয়ের রিসেপশনের। সুন্দর করে সাজানো হয়েছিল বরকনের পিছনের ব্যাকড্রপ। একটা প্ল্যাটফর্মের মত করা জায়গায় সবুজ ঘাসের ওপর বরকনের বসার সিংহাসন রাখা।

ওই প্ল্যাটফর্ম থেকে ২ ধাপ সিঁড়ির মত নেমে একটা সবুজ ঘাসের লন। সেখানে ছেড়ে ছেড়ে একটি করে টেবিল পাতা। যার চারধারে চেয়ার।

এখানেই অতিথিদের বসার ও খাওয়ার বন্দোবস্ত হয়েছিল। পুরোটাই একটি সাজানো ব্যবস্থাপনা। বিয়ে বা অন্য অনুষ্ঠানে এই জায়গা ভাড়া দেওয়া হয়। তাই সেখানে সব ব্যবস্থা করাই থাকে। এখানেই হাজির হল ৩ জন অনাহুত অতিথি।

ওই বিয়ের অনুষ্ঠানের জায়গার কর্মীর ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। একটি ভাল্লুক আচমকা ঢুকে পড়ে এই অনুষ্ঠানের জায়গায়। তার পিঠে ছিল তার ২ সন্তান।

তারা ছোট বলে তাদের পিঠে নিয়ে অনুষ্ঠানস্থলে ঢুকে পড়ে মা ভাল্লুক। তারপর এগিয়ে আসে বরকনের জন্য সাজানো সিংহাসনের সামনে।

এই পর্যন্ত এসে একটু দাঁড়িয়ে ঘুরে তাকায় সে। তারপর একটু এদিক ওদিক চেয়ে ফিরে যায় যেদিক থেকে এসেছিল সেই দিকে।

এভাবে বিয়েবাড়িতে ভাল্লুক ঢুকে পড়াকে কেন্দ্র করে অতিথিদের মধ্যে চরম আতঙ্ক ছড়াতে পারত। কিন্তু তা হয়নি। কারণ অনুষ্ঠান শেষ হওয়ার পরেই ঘটনাটি ঘটে। ফলে অতিথিরা ফিরে গিয়েছিলেন।

আলো বা সাজসজ্জা সবই ছিল। কেবল মানুষজন কমে গিয়েছিল অনুষ্ঠান শেষ হওয়ায়। এটাই রক্ষে। ঘটনাটি ঘটেছে ছত্তিসগড়ের কাঙ্কের জেলায়।

Share
Published by
News Desk