National

স্থানীয় থানাই এখন এলাকার ছাত্রছাত্রীদের সবচেয়ে পছন্দের জায়গা

থানার দিকটা এড়িয়েই চলেন মানুষজন। মনে মনে ভাবেন এখানে যেন কোনও কারণে না আসতে হয়। কিন্তু সেই থানাই এখন হয়ে উঠেছে এলাকার ছাত্রছাত্রীদের পছন্দের ঠিকানা।

Published by
News Desk

সন্তানেরা মাঝেমধ্যেই এখন চমকে দিচ্ছে অভিভাবকদের। মাঝে মাঝেই তারা বলে যাচ্ছে থানা থেকে আসছে। কিছুটা দেরি হবে বলেও জানিয়ে যাচ্ছে বাড়িতে।

পুলিশ স্টেশন বা থানাতেই তাদের পাওয়া যাবে, একথাও জানিয়ে যাচ্ছে তারা। ছাত্রছাত্রী থেকে চাকরির পরীক্ষায় বসতে চলা তরুণ, তরুণী, সকলের পছন্দের ঠিকানা এখন হয়ে উঠেছে উত্তরপ্রদেশের হাথরাসের চাঁদপা পুলিশ স্টেশন।

থানা কারও পছন্দের জায়গা হতে পারে! সেখানেও কেউ সময় কাটাতে যেতে চায়! অবাক করা শোনালেও এটাই চাঁদপা থানায় হচ্ছে। যার পিছনে রয়েছেন এলাকার জেলাশাসকের অবদান। তাঁর উদ্যোগে ওই থানার মধ্যেই চালু হয়েছে একটি লাইব্রেরি। যেখানে প্রতিটি বিষয়ের ওপরই হাজারের ওপর বই রয়েছে।

সাহিত্য, বিজ্ঞান, আইন, আধ্যাত্মবাদ সহ নানা বিষয়ের ওপর বইয়ের আলাদা আলাদা থাক। সেখানে প্রতি বিষয়ের ওপর রয়েছে প্রচুর বই। থানার মধ্যেই লাইব্রেরিটি তৈরি হয়েছে। যেখানে একসঙ্গে ৩৫ জন ছাত্রছাত্রী বসে পড়াশোনা করতে পারে।

রয়েছে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য প্রয়োজনীয় বইও। এছাড়া রয়েছে ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীরা বিনামূল্যে ওয়াইফাই ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করে পড়াশোনার প্রয়োজন মেটাতে পারে এই লাইব্রেরিতে।

লাইব্রেরিটির নাম দেওয়া হয়েছে মালখানা অফ বুকস। সমাজের সঙ্গে পুলিশের যোগাযোগ আরও শক্ত করা এবং প্রতিভাবান ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধা করে দিতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন হাথরাসের পুলিশ সুপার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk