National

পণের দাবিতে তাঁর ওপর নির্যাতন করছেন ৮২ বছরের স্বামী, পুলিশে অভিযোগ জানালেন স্ত্রী

পণের জন্য স্বামীর অত্যাচারের ঘটনা এ দেশে নতুন নয়। স্বামী থেকে শ্বশুরবাড়ির অত্যাচারের মুখে পড়েন অনেক মহিলাই। কিন্তু এ অভিযোগ পুলিশকেও চমকে দিয়েছে।

Published by
News Desk

পণের দাবিতে তাঁর ওপর অকথ্য অত্যাচার চলছে। তাঁকে মারধর করা হচ্ছে। এমনকি শ্বশুর বাড়ি থেকে বার করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। এ অত্যাচার চালাচ্ছেন তাঁর স্বামী।

এমন অভিযোগ শুনলে প্রথমেই যেটা মনে হয় যে সদ্য বিয়ে হয়েছে বা কিছুদিন হল শ্বশুর বাড়িতে গেছেন এমন এক তরুণীর ওপর চলছে শ্বশুরবাড়ির অত্যাচার। কিন্তু এই অভিযোগ জানিয়ে পুলিশের কাছে গেছেন এক ৭৮ বছরের মহিলা।

চমকে যাওয়ার মত বিষয় বটে। পুলিশও তাঁর অভিযোগে প্রাথমিকভাবে হতবাক। জীবনের সিংহভাগ স্বামীর সঙ্গে কাটিয়ে ফেলার পর এই বয়সে এসে স্বামীর মনে হল যে তিনি পণ চাইবেন!

ওই ৭৮ বছর বয়স্ক বৃদ্ধা কিন্তু তাঁর ৮২ বছর বয়স্ক স্বামীর বিরুদ্ধে পুলিশে পণের দাবিতে অত্যাচারের অভিযোগ দায়ের করেছেন। পুলিশও অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।

৮২ বছরের গণেশ নারায়ণ শুক্লা তো বটেই এমনকি তাঁকে স্ত্রীকে অত্যাচারে মদত দেওয়ার অভিযোগ রয়েছে আরও ৫ জনের বিরুদ্ধে। যার মধ্যে তাঁদের জামাইও রয়েছে।

এদিকে যে গণেশ নারায়ণ শুক্লার বিরুদ্ধে তাঁর ৭৮ বছরের স্ত্রী অত্যাচারের অভিযোগ করেছেন সেই গণেশ নারায়ণ অবলম্বন ছাড়া হাঁটতে পারেননা।

গণেশ নারায়ণ শুক্লার জামাই জানিয়েছেন, তাঁর শাশুড়ি মা সকলের সঙ্গে খুবই ভাল ব্যবহার করেন। কিন্তু কয়েকজন আত্মীয়ের প্ররোচনায় তিনি একাজ করেছেন। পুরোটাই সম্পত্তি হাতানোর চেষ্টা। পুলিশ অভিযোগের তদন্ত করে দেখছে। ঘটনাটি ঘটেছে কানপুরের চাকেরি এলাকায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk