National

গালওয়ানে ভারতীয় সেনার তাড়ায় ৩৮ চিনা সেনার ডুবে মৃত্যু হয়, দাবি অজি সংবাদপত্রে

গালওয়ানে ২০২০ সালের জুন মাসে ভারতীয় সেনার ওপর চিনা সেনার হামলায় ৪ চিনা সেনার মৃত্যু হয় বলে দাবি করেছিল চিন। এবার সামনে এল অন্য ঘটনা।

Published by
News Desk

পূর্ব লাদাখের গালওয়ানে ২০২০ সালের জুন মাসে চিনা সেনা হামলা চালায় ভারতীয় সেনার ওপর। কাঁটা দেওয়া লাঠি সহ অন্য অস্ত্র নিয়ে চিনা সেনা অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে ভারতীয় সেনার ওপর। সেই লড়াইয়ে ২০ জন ভারতীয় সেনা শহিদ হন।

কিছুটা সামলে পাল্টা ভারতীয় সেনা চিনা সেনাকে তাড়া করে। অন্ধকারে ভারতীয় সেনার তাড়া খেয়ে চিনা সেনা পিছু হঠতে থাকে। পড়িমরি করে করে পালাতে থাকে চিনা সেনা।

সে সময় তারা পালাতে পালাতে গালওয়ান নদীর ধারে পৌঁছয়। পিছনে ভারতীয় সেনা তখন রুদ্রমূর্তি ধারণ করে নিজের দেশের ভূখণ্ডকে রক্ষা করতে চিনা সেনাকে তাড়া করে আসছে।

এই অবস্থায় চিনা সেনা গালওয়ান নদী পার করে পালানোর চেষ্টা করে। আর তাতেই গালওয়ান নদীর বরফ ঠান্ডা খরস্রোতা জলে তলিয়ে যায় ৩৮ জন চিনা সেনা।

এমনই এক দাবি করেছে অস্ট্রেলিয়ার একটি সংবাদপত্র। ক্ল্যাক্সন নামে ওই সংবাদপত্র দাবি করেছে, ওইদিন চিন দাবি করেছিল তাদের ৪ সেনার মৃত্যু হয়েছে। কিন্তু সে রাতে চিনের ৪২ সেনার মৃত্যু হয়। ৩৮ জনের মৃত্যু হয় জলে ডুবে। যা তারা প্রকাশ করেনি।

বিষয়টি নিয়ে অবশ্য ভারতীয় সেনার তরফে কোনও মতামত জানানো হয়নি। এদিকে অস্ট্রেলিয়ার সংবাদপত্রের দাবি যদি সত্যি হয় তাহলে সেদিন চিন সম্পূর্ণ ভুল তথ্য সামনে এনেছিল বলে প্রমাণ হয়ে যাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk