National

বরফের রাজ্যে বেড়াতে গিয়ে শ্যুটিং স্টোনের হামলা কাড়ল পর্যটকের প্রাণ

দারুণ ঠান্ডায় বরফের রাজ্যে বেড়ানোও একটা দারুণ অ্যাডভেঞ্চার। সেই অভিজ্ঞতা আর আনন্দ উপভোগ করতে গিয়ে প্রাণটাই গেল পর্যটকের। প্রাণ কাড়ল শ্যুটিং স্টোন।

Published by
News Desk

শীতকালে বরফের পুরু আস্তরণে ঢাকা পড়ে মাঝেমধ্যেই বন্ধ থাকে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। তখন বন্ধ থাকে এই গুরুত্বপূর্ণ পথ। মাঝে সেভাবেই বন্ধ থাকলেও এখন এই পথ ফের খুলেছে। যানবাহন যাতায়াত করছে নিয়মিত।

সেই রাস্তা ধরেই কয়েকজন পর্যটককে নিয়ে ছুটে যাচ্ছিল একটি গাড়ি। বরফের দেশে বেড়াতে এসেছিলেন এঁরা। গাড়িটা তখন রামবান এলাকার ক্যাফেটেরিয়া মোড়ে।

রাস্তার গা বেয়ে উঠে গিয়ে পাহাড়ের ঢাল। অপরূপ রূপ। তাই প্রাণ ভরে উপভোগ করছিলেন পর্যটকেরা। আচমকাই পাহাড়ের গা বেয়ে প্রবল গতিতে গড়িয়ে নেমে আসে বিশাল এক পাথরের খণ্ড।

বৃষ্টি বা অন্য কোনও কারণে পাহাড়ের গা থেকে আলগা হয়ে অনেক সময় পাথরের বিভিন্ন আকারের টুকরো দ্রুত গতিতে গড়াতে গড়াতে নিচে নেমে আসে। তাকেই বলা হয় শ্যুটিং স্টোন।

যা নিচে যখন আছড়ে পড়ে তখন তার গতি থাকে মারাত্মক। ফলে তার তলায় যা পড়ে তা তছনছ হয়ে যায়। এক্ষেত্রে গাড়ির ওপর এসে আছড়ে পড়ে পাথরটি।

পুলিশ জানাচ্ছে এক পর্যটকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। অন্য এক পর্যটককে উদ্ধার করা হয়েছে। তবে তাঁর জখম গুরুতর। তাঁকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে রামবান থেকে রামসো পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার রাস্তায় এই শ্যুটিং স্টোনের হামলা নতুন নয়। মাঝেমধ্যেই তা নেমে আসে পাহাড়ের গা বেয়ে। ক্ষতি করে বিভিন্ন ধরনের। এদিন কেড়ে নিল একটি প্রাণ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk