National

গোধূলির আকাশে আলো দিয়ে ছবি আঁকবে এক হাজার ড্রোন

এক অভিনব উদ্যোগ তো বটেই। শেষ বিকেলে সন্ধে নামার আগে আলো দিয়ে ছবি আঁকবে ১ হাজার ড্রোন।

Published by
News Desk

বিটিং রিট্রিট অনেকেই চাক্ষুষ করেছেন। যেটা চাক্ষুষ করেননি সেটাই শনিবার সন্ধে নামার মুখে চাক্ষুষ করতে চলেছেন সমবেত মানুষজন সহ গোটা ভারত।

গোধূলির আকাশে আলতো লেগে থাকা পশ্চিম আকাশের আলো আর আঁধারের মিশ্রণে মায়াবী আকাশে জ্বলে উঠছে হাজার বাতি। আর সেই আলোর মেলবন্ধনে তৈরি হবে আকাশ জুড়ে নানা চিত্র।

ভারতের প্রজাতন্ত্র দিবসের এক সপ্তাহব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হচ্ছে শনিবার। নেতাজি জন্মজয়ন্তী থেকে শুরু হওয়া উৎসবের সমাপ্তিকে সামনে রেখেই এই আলোর খেলা খেলবে ১ হাজারটি ড্রোন।

এমন ড্রোনের খেলায় আকাশের বুকে আলোর ছবি আঁকা নেহাত সহজ কাজ নয়। এমন উদ্যোগ এর আগে মাত্র ৩টি দেশ নিয়েছে। রাশিয়া, চিন এবং ব্রিটেন। তারপর ভারতই হতে চলেছে বিশ্বের চতুর্থ দেশ যারা এই উদ্যোগ গ্রহণ করল।

ভারতের স্টার্টআপ সংস্থা বটল্যাব এই ১ হাজার ড্রোন আকাশে উড়িয়ে এই মায়াবী চিত্র আঁকবে। যা আলোয় উদ্ভাসিত হয়ে সকলকে কার্যত তাক লাগিয়ে দেবে।

সন্ধে নামার আগে হওয়া বিটিং রিট্রিট-এর অংশ হতে হতে চলেছে এই আলোর খেলা। ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীনে আইআইটি দিল্লির অ্যালুমনি এই উদ্যোগ নিয়েছে।

অপরূপ এই আলোর খেলা শুধু দেশের মানুষকে খুশি করবে না, বিশ্বের কাছে তুলে ধরবে ভারতীয় প্রযুক্তির ম্যাজিককেও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk