National

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাতনির রহস্য মৃত্যু, পাশের ঘরে পড়ে ৯ মাসের সন্তান

এমন ঘটনা বিরল। প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবারেই ঘটে গেল এমন মর্মান্তিক মৃত্যু। মা এক ঘরে মৃত। অন্য ঘরে পড়ে আছে তাঁর ৯ মাসের শিশু।

Published by
News Desk

শুক্রবার সকাল তখন সাড়ে ১০টা। বাড়িতে কাজের লোক দরজা ধাক্কান বছর ৩০-এর সৌন্দর্যার। কিন্তু তিনি দরজা খোলেননি। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর আর ঝুঁকি না নিয়ে সে সৌন্দর্যার স্বামী নীরজকে খবর দেন।

তারপরর দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখা যায় বারান্দা থেকে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন সৌন্দর্যা। আর পাশের ঘরে একা পড়ে আছে তাঁর ৯ মাসের সন্তান।

পুলিশ এসে দেহ ময়নাতদন্তে নিয়ে যায়। নাতনির এমন মৃত্যুর খবর শুনে ছুটে আসেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা।

একই মেডিক্যাল কলেজে পড়তেন তাঁরা। সেখান থেকেই প্রেম। তারপর বিয়ে। ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার নাতনি সৌন্দর্যা ও পেশায় চিকিৎসক নীরজ।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাতনি সৌন্দর্যার কোল আলো করে আসে তাঁর প্রথম সন্তান। ৯ মাস আগে পৃথিবীর আলো দেখা সেই সন্তানের নামকরণও ৩ মাস আগে হয় খুব ধুমধাম করে।

বেঙ্গালুরুর যে আবাসনে সৌন্দর্যা, নীরজ ও তাঁদের সন্তান থাকত সেই আবাসনের আশপাশের মানুষ, বাড়ির কাজের লোক সকলেই কিন্তু জানিয়েছেন খুব সুখী পরিবার ছিল পেশায় চিকিৎসক সৌন্দর্যার। ফলে পারিবারিক সমস্যাকে এই রহস্য মৃত্যুর কারণ হিসাবে প্রাথমিকভাবে মনে করছে না পুলিশ।

পুলিশ এও জানিয়েছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে সৌন্দর্যার ঘাড়ে একটা দাগ পাওয়া গেলেও তাঁর দেহের আর কোথাও কোনও আঘাতের চিহ্ন নেই।

তাহলে ঠিক কী কারণে সদ্যোজাত সন্তান, স্বামী কারও কথা না ভেবে আত্মহননের পথ বেছে নিলেন সৌন্দর্যা? নাকি এর পিছনে অন্য কোনও রহস্য লুকিয়ে আছে? সব দিক খতিয়ে দেখছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk