National

কচ্ছপের পিঠের সঙ্গে জুড়ে গেল কৃত্রিম উপগ্রহ

এ উদ্যোগ যে একেবারে নতুন তা নয়। তবে যে অঞ্চলে এই পদক্ষেপ হল তা একেবারেই প্রথম। যা এবার অনেক জিজ্ঞাসার কিনারা করে দেবে।

Published by
News Desk

বঙ্গোপসাগরের দিকটায় আগেই হয়েছে। এবার সেই পদক্ষেপ নেওয়া হল আরবসাগরেও। সাগরের জলে ভেসে বেড়ানো নানা ধরনের কচ্ছপের একটি অলিভ রিডলে সি টার্টল। এই প্রজাতির একটি স্ত্রী কচ্ছপের পিঠে এবার সেঁটে দেওয়া হল স্যাটেলাইট ট্যাগ।

যা তার পিঠে চেপে ঘুরে বেড়াবে বালুকাবেলায়, ঘুরে বেড়াবে সাগরের জলে। এককথায় ওই কচ্ছপটি যেখানেই যাবে, যাই করবে তা ধরা পড়বে কৃত্রিম উপগ্রহ মারফত।

এরফলে কচ্ছপগুলির সুরক্ষা যেমন নিশ্চিত করতে সুবিধা হবে। তেমনই কচ্ছপের গতিবিধি, তার পছন্দ, তার চারপাশের পরিস্থিতি সবই জানতে পারা যাবে।

এমনকি বিজ্ঞানীরা মনে করছেন এভাবে সমুদ্র তীরের ম্যানগ্রোভ অরণ্যের বিষয়েও খোঁজ নিতে সুবিধা হবে। এখন ম্যানগ্রোভ বাঁচানোর লড়াইয়ে নেমেছেন পরিবেশবিদরা।

পশ্চিমবঙ্গেও আগামী দিনে বড় বড় ঘূর্ণিঝড়ের ঝাপটা সামাল দিতে ম্যানগ্রোভ অরণ্যের পাঁচিল তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্যসরকার। এভাবেই যেখানেই ম্যানগ্রোভ অরণ্য রয়েছে তা বাঁচানোর লড়াই চলছে।

কচ্ছপটির একটি সুন্দর নামকরণও হয়েছে। নাম দেওয়া হয়েছে প্রথমা। কারণ সেই হল দেশের পশ্চিমপ্রান্তের প্রথম স্যাটেলাইট ট্যাগ কচ্ছপ।

মহারাষ্ট্রের ভেলাস সমুদ্রতট থেকে কচ্ছপটিকে ছাড়া হয়েছে। প্রসঙ্গত ভেলাস সমুদ্রতটকে মহারাষ্ট্রের অন্যতম পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব সমুদ্রতট হিসাবে ধরা হয়।

মহারাষ্ট্রের রায়গড়, রত্নগিরি ও সিন্ধুদুর্গ এলাকা থেকেও আরও স্যাটেলাইট ট্যাগ কচ্ছপ ছাড়া হবে বলে পরিকল্পনা করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk