National

জেলে মারপিটের ঘটনায় নাম জড়িয়ে আরও চাপে ইন্দ্রাণী

Published by
News Desk

এবার সংশোধনাগারে মারপিট করার অভিযোগ উঠল শিনা বোরা হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। মুম্বইয়ের বাইকুল্লা সংশোধনাগারে ইন্দ্রাণী আপাতত বিচারাধীন বন্দি। অভিযোগ সংশোধনাগারের আধিকারিকের বেদম প্রহারে মঞ্জুগোবিন্দ শেট্টে নামে এক বন্দি অসুস্থ হয়ে পড়ে। তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনার প্রতিবাদ করে একজোট হয় এই সংশোধনাগারে বন্দি প্রায় ২০০ জন। যারমধ্যে ইন্দ্রাণীও রয়েছেন। ইন্দ্রাণী আবার প্রাক্তন মিডিয়া কর্তা। অভিযোগ ইন্দ্রাণী পুরোভাগে থেকে মঞ্জুগোবিন্দের মৃত্যুর ঘটনা সংবাদমাধ্যমের সামনে আনার দাবি তোলেন। সেই অনুমতি না মিলতেই সংশোধনাগারে তাণ্ডব শুরু করে বন্দিরা। এই ঘটনায় সংশোধনাগারে মারপিটের অভিযোগে ২০০ জন বন্দির বিরুদ্ধে মামলা দায়ের করে সংশোধনাগার কর্তৃপক্ষ। যারমধ্যে অন্যতম অভিযুক্তের নাম ইন্দ্রাণী মুখোপাধ্যায়।

 

Share
Published by
News Desk