National

ছুটি চাই, চিকেন খাব, ভাইরাল রেলকর্মীর আজব আবদার!

Published by
News Desk

সামনেই শ্রাবণ মাস। পবিত্র এই মাসে অনেক হিন্দু পরিবারে মাছ, মাংস নিষিদ্ধ। পঙ্কজ রাজ গৌন্দয়ের পরিবারেও সেটাই রীতি। ফলে শ্রাবণ মাস জুড়ে মিলবে না চিকেন! ছত্তিসগড়ের দীপকা-য় রেলে কর্মরত পঙ্কজের ধারণা এতে তিনি দুর্বল হয়ে পড়তে বাধ্য। তাই শ্রাবণ পড়ার আগেই চুটিয়ে চিকেন খেতে চান তিনি! যাতে সামনের একমাস সর্বশক্তি লাগিয়ে কাজ করে যেতে পারেন। এই পর্যন্ত তো সব ঠিক ছিল। কিন্তু তার জন্য ছুটি!‍ সেখানেই আসল টুইস্ট! পঙ্কজ রেলকে চিঠি দিয়ে ছুটির আবেদন করেছেন। আর সেই ছুটি চাওয়ার কারণ হিসাবে তিনি চিকেন খাওয়াকে সামনে রেখেছেন। পঙ্কজের আবেদন তিনি এক সপ্তাহ চুটিয়ে চিকেন খেতে চান। আর তারজন্য তাঁর ছুটি চাই। ৭ দিনের চিকেন খাওয়ার ছুটি যাতে মঞ্জুর হয় তার জন্য চিঠিতে বিনীত অনুরোধও করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ার সৌজন্যে সেই অবাক চিঠি এখন দাবানলের মত ভাইরাল!

 

Share
Published by
News Desk