National

গঙ্গা গিলেছে স্থলভাগ, জমি চাইছে ৩ হাজার ধর্মীয় প্রতিষ্ঠান, ফাঁপরে প্রশাসন

৩ হাজারের ওপর ধর্মীয় প্রতিষ্ঠান তাদের জন্য আলাদা করে জমি চাইছে সামান্য স্থলভাগে। তাতেই সমস্যা বেড়েছে। প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

Published by
News Desk

গঙ্গা তার গতিপথে সামান্য পরিবর্তন এনেছে। ফলে গঙ্গা পাড়ে যে বিশেষ অঞ্চলটি ছিল তার থেকেও বেশ কিছুটা গঙ্গা গিলে নিয়েছে। কমেছে সেই পুণ্য গঙ্গাপাড়।

কিন্তু কমে যাওয়া সেই জমিতেই এবার ৩ হাজারের ওপর ধর্মীয় প্রতিষ্ঠান তাদের জন্য জমি চেয়ে বসেছে। তাতে প্রশাসনের মাথার চুল খাড়া হওয়ার যোগাড় হয়েছে।

একে জমি খেয়ে নিয়েছে গঙ্গা, তার ওপর এতগুলি প্রতিষ্ঠানকে তাদের তাঁবু ফেলার জন্য জমি কীভাবে তারা দিয়ে উঠবে তাই বুঝে উঠতে পারছে না প্রশাসন।

মাঘ মেলা শুরু হচ্ছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের সঙ্গমে। গঙ্গা, যমুনা ও সরস্বতী, এই ৩ নদীর সঙ্গমে প্রতি বছরের মত এবারও মাঘ মেলা বসছে।

৪৭ দিনের ওই উৎসবে সঙ্গমের কাছে যে জমিতে মেলার আয়োজন হয় সেখানে এবার স্থান সমস্যা বেড়েছে। গঙ্গা এই জমির কিছুটা খেয়ে নেওয়ায় এই পরিস্থিতি।

ফাইল : মাঘ মেলায় শঙ্করাচার্য, ছবি – আইএএনএস

এই অবস্থায় ৩ হাজারের ওপর ধর্মীয় প্রতিষ্ঠান প্রশাসনের কাছে আর্জি জানিয়েছে যাতে তাদের ওই জায়গায় তাঁবু ফেলার মত জমি দেওয়া হয়। কিন্তু জমির সমস্যা এতটাই যে প্রশাসন বুঝে উঠতে পারছেনা এতজনের আর্জি পূরণ তারা কীভাবে করবে।

মেলাটি ৫টি অংশে বিভক্ত। সেখানে জমি দেওয়াও শুরু হয়েছে। কিন্তু এতজনকে নিয়ে সমস্যা কীভাবে মেটানো যাবে তা এখনও বুঝে উঠতে পারছেন না প্রশাসনিক কর্তারা। ১ জানুয়ারি শুরু হয়েছে মাঘ মেলা। যা ১ মার্চ শেষ হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk