National

স্কুলে বন্দি এক পাল গরু, স্কুলের বাইরে ঠায় অপেক্ষায় ছাত্ররা

স্কুলের মধ্যে বন্দি অবস্থায় রয়েছে একপাল গরু। ফলে স্কুলে ঢোকার উপায় নেই। তাই বাইরেই অপেক্ষা করতে হল ছাত্রদের। পরে পুলিশ এসে বিষয়টি সামাল দেয়।

Published by
News Desk

স্কুলের মধ্যে এক পাল গরুকে জোর করে ঢুকিয়ে দিয়ে বাইরের দরজায় তালা ঝুলিয়ে দেন গ্রামবাসীরা। গরুগুলিকে শাস্তি দিতেই এই কাজ। স্কুলের চত্বরে আটকা পড়ে যায় গরুগুলি।

এদিকে স্কুলে গরুদের ঢুকিয়ে তালা দিয়ে দেওয়া হয়েছে জানতে পেরে সেখানে হাজির হয় পুলিশ। স্কুলে ক্লাস করতে এসে স্কুলের বাইরেই আটকে পড়ে ছাত্ররাও।

পুলিশ এলে কিন্তু গ্রামবাসীরা অনেকেই রুখে দাঁড়ান। তাঁরা সাফ জানিয়ে দেন এভাবে গরুগুলিকে ছাড়া যাবেনা। পুলিশ কারণ জানতে চাইলে তাঁরা জানান, কয়েকদিন ধরেই গরুগুলি প্রবল অত্যাচার শুরু করেছে। এরা কারও পোষা গরু নয়। রাস্তায় ঘোরা গরু।

এরা গ্রামে ঢুকে কখনও ফসল নষ্ট করছে, কখনও গ্রামবাসীদের আহত করছে, কখনও অন্য অনিষ্ট করছে। জেরবার হয়ে তাই তাদের বন্দি করা হয়েছে। যতক্ষণ না এর বিহিত হচ্ছে ততক্ষণ তাঁরা গরুগুলিকে স্কুল থেকে বার করতে দেবেন না বলে জানিয়ে দেন গ্রামবাসীরা।

পুলিশ প্রথমে বুঝিয়ে তাঁদের সরানোর চেষ্টা করে। তাতে কাজ না হওয়ায় মহিলা সহ ১০ জনকে আটক করে তারা। খুলে দেয় স্কুলের দরজা।

গরুগুলিকে বার করে আনা হয়। গরুদের বার করা হলে সেখানে ছাত্ররা ঢুকে পড়ে। দেরি করে হলেও ক্লাস শুরু হয়। অন্যদিকে পুলিশ ১০ জনকেই পরে ছেড়ে দেয়।

এদিকে গ্রামবাসীরা জানিয়েছেন, সরকারের উচিত এই রাস্তায় ঘুরে বেড়ানো গরুদের জন্য একটি থাকার জায়গার ব্যবস্থা করা। আর তা দ্রুত করা উচিত। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শাহজাহানপুরের লেরাওয়ার গ্রামে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk