National

প্রশ্নপত্রে সইফ করিনার ছেলের নাম জিজ্ঞেস করে প্রবল ক্ষোভের মুখে স্কুল

স্কুলের প্রশ্নপত্রে বলিউড তারকা সইফ আলি খান ও করিনা কাপুর খানের ছেলের নাম জানতে চাওয়া হয়েছিল। তাতেই প্রবল ক্ষোভের মুখে পড়তে হল স্কুলকে।

Published by
News Desk

স্কুলের পরীক্ষায় একটি বিষয় ছিল জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান। ষষ্ঠ শ্রেণির পরীক্ষায় জিকে-র ওপর প্রশ্ন আসে। সেখানে একটি প্রশ্ন ছিল বলিউড তারকা সইফ আলি খান ও করিনা কাপুর খানের ছেলের পুরো নাম কি?

সেখানেই ষষ্ঠ শ্রেণির ছাত্রদের জন্য স্কুলের বার্ষিক পরীক্ষায় এমন প্রশ্ন কীভাবে আসতে পারে? এই প্রশ্ন উঠেছে। বিভিন্ন মহলে এ নিয়ে ক্ষোভের আগুন জ্বলছে।

অনেক অভিভাবকের মতে, এখানে কোনও স্বাধীনতা সংগ্রামীর নাম জানতে চাওয়া উচিত ছিল। অথবা এমন কিছু যা ছাত্রদের জ্ঞান বৃদ্ধি করবে। সেখানে বলিউড তারকাদের ছেলের নাম! এটা তাঁরা মেনে নিতে পারছেন না।

অভিভাবকরা স্কুলের এহেন প্রশ্নে এতটাই ক্ষুব্ধ হন যে বিষয়টি নিয়ে তাঁরা জেলা শিক্ষা দফতরে যোগাযোগ করেন। সেখানে অভিযোগ দায়ের করেন।

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের খাণ্ডওয়া জেলার অ্যাকাডেমিক হাইস্কুলে। স্কুলের বিরুদ্ধে অভিভাবকরা জেলা শিক্ষা দফতরে অভিযোগ জানানোর পর বিষয়টি পৌঁছয় রাজ্য শিক্ষা দফতরের কাছে। সেখান থেকে বিষয়টি নিয়ে স্কুলকে কারণ দর্শাতে বলা হয়েছে। অর্থাৎ শো কজ হয়েছে স্কুল।

এভাবে স্কুলের প্রশ্নপত্রে বলিউড তারকাদের সন্তানের পুরো নাম জানতে চাওয়াকে ভাল চোখে একেবারেই দেখছে না মধ্যপ্রদেশের স্কুল শিক্ষা দফতর।

দফতরের এক আধিকারিক সাফ জানিয়েছেন স্কুলের কাছে জবাব চাওয়া হয়েছে। স্কুল জবাবদিহি করলেই তাঁদের তরফ থেকে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk