National

আদালত চত্বরে বিস্ফোরণে প্রাণহানি, বিপুল ক্ষয়ক্ষতি

আদালত চত্বরে বিস্ফোরণে প্রবল ক্ষয়ক্ষতির ঘটনা ঘটল। এমন ঘটনা এ দেশের আদালতে বড় একটা দেখা যায়নি। বিস্ফোরণের তীব্রতা ছিল প্রবল।

Published by
News Desk

তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল গোটা আদালত চত্বর। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশের এলাকাও কেঁপে ওঠে। বহু মানুষ ছুটে আদালতের সামনে হাজির হন।

আদালত চত্বর তখন কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। বিস্ফোরণটি ঘটে আদালতের শৌচাগারে। একাধিক বিস্ফোরণ হয়েছে বলেও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটে পঞ্জাবে। পঞ্জাবের লুধিয়ানার জেলা আদালতে তখন মানুষের যথেষ্ট ভিড় ছিল। আদালতে তখন পুরোদমে কাজ চলছে। সেই সময় প্রায় পিলে চমকানো আওয়াজে বিস্ফোরণ হয়।

বিস্ফোরণের পরই আতঙ্কের ছোটাছুটি শুরু হয়ে যায়। ছুটে আসে পুলিশ। এলাকা ঘিরে ফেলা হয়। আদালত থেকে দ্রুত সকলকে বার করে দেওয়ার কাজ শুরু হয়। খবর দেওয়া হয় দমকলে।

এদিকে ঘটনাস্থলে পৌঁছনোর পর ২ জন মানুষের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। ১ জনের অবস্থা আশঙ্কাজনক। দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

আদালত চত্বরে পুরনো যে ভবনটি রয়েছে তারই তিন তলার শৌচাগারে বিস্ফোরণটি ঘটে। শৌচাগারের ছাদ বিস্ফোরণে উড়ে গেছে। দেওয়ালও কয়েক জায়গায় ভেঙে পড়েছে।

আইইডি ছাড়া এমন তীব্র বিস্ফোরণ ঘটানো সম্ভব নয় বলেই মনে করছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর এমনই মনে করছে পুলিশ।

কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা জানার চেষ্টা হচ্ছে। শৌচাগারে পৌঁছে সেখানে বোমা রেখে চলে যাওয়া, এই পুরো সময়ে দুষ্কৃতিদের কেউ দেখেছেন কিনা তাও জানার চেষ্টা চলছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk