জ্বলছে ১৬০ কেজি রসুন, ছবি – সৌজন্যে – ট্যুইটার – @Anurag_Dwary
বাজারের মধ্যেই দাউদাউ করে জ্বলছে ১৬০ কেজি রসুন। যা দেখে কার্যত হতবাক হয়ে গেলেন সকলে। শঙ্কর নামে এক কৃষক এই কাণ্ড ঘটান।
শুকনো শীতের দিনে উলঢাল করা রসুনের ঢিপি জ্বলতে দেখে এগিয়ে আসেন বেশ কয়েকজন কৃষক। তাঁরাও কিন্তু ওই কৃষকের পাশেই দাঁড়িয়েছেন।
একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে ওই কৃষকরা জয় জওয়ান জয় কিষাণ স্লোগানও দিতে থাকেন। মাঝে জ্বলতে থাকে অগুনতি রসুন।
এ ছিল এক প্রতিবাদ। ওই কৃষকের দাবি, শুধু মান্ডি পর্যন্ত তাঁর উৎপাদিত ওই রসুন আনতে পরিবহণে খরচ হয়েছে ৫ হাজার টাকা। কিন্তু ওই কৃষক মান্ডিতে রসুনের দাম পাচ্ছেন সাকুল্যে ১ হাজার ১০০ টাকা।
এই আর্থিক ক্ষতি করে রসুন বিক্রি করার চেয়ে জ্বালিয়ে দেওয়া ভাল বলে প্রতিবাদে মুখর হন তিনি। মান্ডিতে ফসলের ন্যায্য দাম দাবি করেন কৃষকরা। মান্ডিতে হাজির হওয়া অনেকেই ওই কৃষকের প্রতিবাদকে ন্যায্য বলে মেনে নেন।
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মান্দসৌরের মান্ডিতে। শঙ্করের দাবি, তিনি যে টাকা খরচ করে এবার তাঁর জমিতে রসুনের চাষ করেছেন তার অর্ধেকেরও কম টাকা বেচে পাচ্ছেন। এই ক্ষতি শঙ্কর মেনে নিতে পারছেন না।
এদিকে ঘটনার পরই শঙ্করকে পুলিশ আটক করে। তবে তাঁর বিরুদ্ধে কোনও মামলা দায়ের করেনি পুলিশ। যেহেতু তাঁর রসুনে লাগানো আগুন অন্য কোনও কৃষকের বা তাঁদের ফসলের ক্ষতি করেনি, তাই শঙ্করকে মুক্তিও দেয় পুলিশ।