National

কুকুরছানাদের উঁচু কোথাও নিয়ে গিয়ে নিচে ফেলে দিচ্ছে বাঁদরেরা

একটি গ্রামে আর কুকুরের দেখা পাওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে। একদল বাঁদর সেখানে কুকুরছানা দেখলেই তাদের উঁচু জায়গায় তুলে নিয়ে গিয়ে নিচে ফেলে দিচ্ছে।

Published by
News Desk

বাঁদরদের প্রতিশোধ যে কতটা ভয়ানক হতে পারে তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন মহারাষ্ট্রের বিদ জেলার লাভুল গ্রামের বাসিন্দারা। কার্যত বাঁদরদের দেখলেই এখন শিউরে উঠছেন তাঁরা। কতটা নৃশংস যে তারা হতে পারে তা দেখে হতবাক সকলেই। তাদের প্রতিশোধের আগুন থামতেই চাইছে না।

ঘটনাটি ঘটেছিল মাস খানেক আগে। একটি বাঁদর ছানাকে হাতের কাছে পেয়ে তাকে মেরে ফেলেছিল কয়েকটি স্থানীয় কুকুর। কুকুররা যে তাদের একটি ছানাকে হত্যা করেছে তা দেখেছিল বাঁদরেরা। তারপরই শুরু হয় তাদের প্রতিশোধের পালা।

বাঁদরদের একটি দল এরপর এক এক করে এলাকার কুকুরগুলির ছানাগুলিকে তুলে নিয়ে যেতে শুরু করে। অনেক চেষ্টা করেও তাদের সন্তানদের বাঁদরদের হাত থেকে রক্ষা করতে পারেনি কুকুররা।

বাঁদরগুলি কুকুরছানাগুলিকে নিয়ে সোজা উঠে যাচ্ছিল গাছের মগডালে। অথবা উঁচু কোনও বাড়ির ছাদে। তারপর সেখান থেকে সেগুলিকে ছুঁড়ে দিচ্ছিল নিচে।

অত উপর থেকে আছড়ে মাটিতে পড়ে মারা যাচ্ছিল কুকুরছানাগুলি। এমন করে গত এক মাসে ২৫০-র ওপর কুকুর হত্যা করেছে বাঁদরের দল।

তাদের এই কুকুর হত্যা বন্ধ করতে গিয়ে বাঁদরদের তাণ্ডবের শিকার হয়েছেন গ্রামবাসীরাও। তাঁরা বেশ কয়েকজন বাঁদরদের আক্রমণে আহতও হয়েছেন।

এদিকে যাঁদের বাড়িতে পোষা কুকুর ছিল তাঁরা কুকুরদের বাঁচাতে গ্রাম থেকে অনেক দূরে নিয়ে চলে গেছেন। এখন গোটা গ্রাম কার্যত কুকুর শূন্য হয়ে পড়েছে।

বাঁদরের দল কিন্তু থেমে নেই। তারা এখনও তন্ন তন্ন করে খুঁজছে আর কোথায় লুকিয়ে আছে কুকুর। প্রতিশোধের জ্বালা তাদের কিছুতেই মিটছে না।

Share
Published by
News Desk