National

কৃষক আন্দোলনে অগ্নিগর্ভ থানে, পুলিশের গাড়িতে আগুন

Published by
News Desk

ফের কৃষক আন্দোলনে উত্তপ্ত মহারাষ্ট্র। তবে এবার আন্দোলনের ইস্যু একটু আলাদা। সূত্রের খবর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ইংরেজদের একটি এয়ার বেস ছিল মুম্বইয়ের থানের অদূরে নেভালি গ্রামের কাছে। সেই পরিত্যক্ত এয়ার বেসকে একটি আন্তর্জাতিক বিমানবন্দরের রূপ দিতে চায় সরকার। এজন্য ওই পরিত্যক্ত জমি ছাড়াও কৃষকদের কিছু জমি অধিগ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ এই অধিগ্রহণের বিরুদ্ধেই পথে নেমে পড়েন কৃষকরা। কৃষি জমি ফিরিয়ে দেওয়ার দাবিতে নেভালি গ্রামের কাছে থানে-বদলাপুর হাইওয়েতে টায়ার জ্বালিয়ে শুরু হয় আন্দোলন। পুলিশ তাঁদের ঠেকাতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভরত কৃষকরা। বেশ কয়েকটি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সংঘর্ষে ১৪ জন গুরুতর আহত হয়েছেন। এঁদের মধ্যে ১০ জন পুলিশ কর্মী ও ৪ জন বিক্ষোভকারী। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে অবস্থা আয়ত্তে আনে।

 

Share
Published by
News Desk