National

লখিমপুর ঘটনায় অসাবধানতা নয়, পুরোটাই পরিকল্পিত চক্রান্ত

লখিমপুর খেরিতে কৃষকদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় বিশেষ তদন্তকারী দল যে রিপোর্ট দিল তাতে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে চরম বেকায়দায়।

Published by
News Desk

লখিমপুর খেরিতে আন্দোলনরত কৃষকদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয়েছিল হত্যার উদ্দেশ্য নিয়েই। পুরোটাই ছিল পরিকল্পিত চক্রান্ত। কোনও অসাবধানতাবশত গাড়ি চালানোয় ৮ কৃষকের প্রাণ যায়নি। খুন করার মানসিকতা নিয়েই তাঁদের ওপর গাড়ি চালিয়ে দেওয়া হয়।

লখিমপুর খেরির ঘটনায় এমনই রিপোর্ট পেশ করল স্পেশাল ইনভেস্টিগেশন টিম। তদন্ত রিপোর্ট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের হাতে তুলে দিয়ে সিট আবেদন করেছে, এই তদন্ত রিপোর্টের ভিত্তিতে অভিযুক্ত ১৩ জনের ওপর যেন আরও ধারা প্রয়োগ করা হয়।

গত ৮ অক্টোবর লখিমপুর খেরিতে কৃষকদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্র ও তার সঙ্গে থাকা বাকিরা। ঘটনায় ৮ কৃষকের প্রাণ যায়।

এই ঘটনায় প্রথম দিকে আশিস মিশ্রকে গ্রেফতার না করা হলেও পরে প্রবল সমালোচনার ঝড় ওঠে। তাকে গ্রেফতার করতে বাধ্য হয় পুলিশ। মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়।

তাদের লখিমপুর খেরি জেলা সংশোধনাগারে রাখা হয়। এই ঘটনার তদন্তে সিট গঠন করা হয়। সেই এসআইটি বা সিট তাদের যে রিপোর্ট পেশ করল তা কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের জন্য অশনিসংকেত।

মঙ্গলবার এই রিপোর্ট পেশ করে সিট। এদিনই ছেলের সঙ্গে জেলে গিয়ে দেখা করে আসেন মন্ত্রী অজয় মিশ্র টেনি।

এদিকে এই মামলায় এখনও অনেক সাক্ষ্য গ্রহণ বাকি রয়েছে। এই রিপোর্টের প্রভাব উত্তরপ্রদেশের নির্বাচনে কতটা পড়ে সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk