National

গ্রেফতার অবসরপ্রাপ্ত বিচারপতি সি এস কারনান

Published by
News Desk

অবশেষে গ্রেফতার করা হল কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সি এস কারনানকে। দক্ষিণ ভারতের কোয়েম্বাটুর থেকে তাঁকে গ্রেফতার করে সিআইডি। প্রায় ১ মাস যাবৎ তিনি আত্মগোপন করে ছিলেন। আদালত অবমাননার অভিযোগে সুপ্রিম কোর্ট তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দেয় শীর্ষ আদালত।

কারনান তখন সুপ্রিম কোর্টের কাছে গ্রেফতারি পরোয়ানা ফিরিয়ে নেওয়ার আর্জি জানালেও তা নামঞ্জুর করে আদালত। তারপর এদিন তাঁকে গ্রেফতার করল সিআইডি। খুব সম্ভবত আগামী বুধবার তাঁকে কলকাতা আনা হবে। রাখা হবে প্রেসিডেন্সি সংশোধনাগারে।

Share
Published by
News Desk